ঢাকের তালে কোমর দোলে। একেবারেই সত্যি এই কথা। বেহালার পাড়ার পুজোতে অষ্টমীর সন্ধ্যায় অন্য রূপে দেখা গেল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। অষ্টমীর নিশি জমিয়ে দিলেন ঢাক বাজিয়ে। আর শুধু কী ঢাক, জবরদস্ত নাচলেনও লক্ষ্মী কাকিমা। সাদা শাড়িতে সাবেকি সাজে অপরাজিতার কেওড়া নাচ সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল।