অ্যাজেন্ডা আজতক-এর মঞ্চে অভিনেত্রী হুমা কুরেশি শেয়ার করলেন, আলোচিত ওয়েব সিরিজ \'মহারানী\' -তে অভিনয় করার আগে তাঁকে অনেকে না করেছিলেন এই কাজটি করতে। কারণ চরিত্রটি রাজনীতিবিদের এবং সেই সঙ্গে গ্ল্যামার নেই। কিন্তু তাও তাঁর চ্যালেঞ্জিং লাগে কাজটি।