Nachiketa Chakrabory's Shyama Sangeet:গত শতাব্দীর ৯-এর দশকে বাংলা গানের প্রচলিত ধারাকে ভেঙে নতুন এক ধারার প্রচলন করেছিলেন এক যুবক। সঙ্গীতের সেই নতুন ধারার পোশাকি নাম হয়েছিল জীবনমুখী গান (Jibon Mukhi Gan)। আর যাঁর হাত ধরে নতুন এই সঙ্গীতের জন্ম, তিনি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আর সেই নচিকেতাই এবার নতুনভাবে, নতুন সুরে। প্রথমবারের জন্য শ্যামাসঙ্গীত (Shyama Sangeet) গাইছেন নচিকেতা চক্রবর্তী। গানের নাম 'তোকে শ্যামা' (Toke Shyama)। গানটি লিখেছেন গোবিন্দ প্রামাণিক এবং সুর বেঁধেছেন আরও এক শিল্পী রাজকুমার রায়। এখন শিল্পীর নতুন এই গান শোনার অপেক্ষায় তাঁর ভক্তরা।