করোনার বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। ভ্য়াকসিনের ট্রায়াল চলছে। করোনাকে জয় করতে ওষুধ হাতড়ে বেড়াচ্ছেন চিকিত্সকরা। তাই আপাতত মানুষের নিজের শরীরের ক্ষমতাই হারাচ্ছে করোনাকে।
সেরকমই এক লড়াই ও জয়ের নজির রাখলেন বাগনানের বাসিন্দা ১০০ বছরের বৃদ্ধা ভবতারিণী সামন্ত।
একশো বছর বয়সে পা দিয়ে ও করোনাকে জয় করে ঘরে ফিরলেন বাগনানের হারপ গ্রামের বাসিন্দা ভবতারিণী সামন্ত।
গত ২৪ নভেম্বর তিনি করোনা উপসর্গ নিয়ে সঞ্জীবন হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। শুক্রবার তাকে সুস্থ ঘোষণা করা হয়। তিনি বাড়ি ফেরেন। এই রোগীকে সুস্থ করার চ্যালেঞ্জ নিয়ে জয়ী হওয়ায় খুশি চিকিৎসকরাও।