Advertisement

করোনা

হিমাচলে গোটা গ্রাম পজেটিভ, রক্ষা মাত্র ১ জনের

Aajtak Bangla
  • 21 Nov 2020,
  • Updated 10:04 PM IST
  • 1/5

ভারতের বেশকিছু রাজ্যে আবারও করোনার ভাইরাসের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার একটি গ্রামে ১ জন ছাড়া সমস্ত মানুষ করোনা পজেটিভ বলে জানা যাচ্ছে। এমনকি ওই ব্যক্তির পরিবারের বাকি সদস্যদেরও করোনা পজেটিভ। (প্রতীকী ছবি)

  • 2/5

জানা যাচ্ছে ওই গ্রামটির নাম থোরং, এবং যে ব্যক্তির একমাত্র নেগেটিভ রিপোর্ট এসেছে তার নাম ভূষণ ঠাকুর। (প্রতীকী ছবি)

 

 

  • 3/5

একটি সংবাদমাধ্যের রিপোর্টে জানা গেছে, করোনা প্রতিরোধের সমস্ত নিয়ম মেনে চলেন ভূষণ। এই প্রসঙ্গে জেলার সিএমও বলেন,"সম্ভবত ভূষণের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি।" (প্রতীকী ছবি)

 

  • 4/5

জানা গেছে গ্রামে প্রথমে ৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এরপর স্বেচ্ছায় সকলে টেস্টের সিদ্ধান্ত নেন। তাতেই উঠে আসে এই রিপোর্ট। প্রসঙ্গত গ্রামে এই মুহূর্তে ৪২ জন থাকলেও মোট বাসিন্দা শতাধিক। তবে তুষারপাতের কারণে অনেকেই এখন কুলু চলে গিয়েছেন। (প্রতিকি ছবি)

 

  • 5/5

জানা যাচ্ছে, এই রিপোর্ট আসার পর বাড়িতেই আলাদা ঘরে থাকছেন ভূষণ। নিজেই খাবার বানিয়ে খাচ্ছেন। এপ্রসঙ্গে ভূষণ জানান, প্রথম থেকেই সমস্ত করোনা বিধি পালন করেছেন তিনি। (প্রতীকী ছবি)

 

 

Advertisement
Advertisement