Advertisement

করোনা

একটি ট্যাবলেটেই সেরে যাবে করোনা? জানুন চিকিৎসকের জবাব

Aajtak Bangla
  • 20 Jun 2021,
  • Updated 5:41 PM IST
  • 1/7

করোনার জন্য গোটা দুনিয়া এখন ভ্যকসিনের উপর জোর দিচ্ছে। কিন্তু, অনেক উন্নত দেশ আবার করোনার ওষুধ হিসেবে ট্যাবলেটের দিকে যেতে চাইছেন। তাঁদের মতে, ভ্যাকসিন করোনার প্রভাব থেকে আপনাকে মুক্ত করবে। এতে করোনা ঠিক হবে না। তাই অন্য ওষুধের প্রয়োজন রয়েছে। 

  • 2/7

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইতিমধ্যে ওষুধ তৈরির কাজ শুরু করে দিয়েছে। তারা এমন ওষুধ বানাতে চাইছে, যাতে শুধু করোনা নয়, যে কোনও সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে। আবার আমেরিকা প্রশাসনও এই ট্যাবলেট তৈরির কাজ শুরু করে দিয়েছে।সেজন্য কোটি কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছে বাইডেন প্রশাসন।

  • 3/7

জো বাইডেনের প্রধান স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অ্যান্টোনি ফাউসি জানিয়েছেন, এমন ট্যাবলেট তৈরির জন্য গবেষণা শুরু হয়েছে, যেটি খেলে যে কোনও ধরনের সংক্রমণ থেকে সহজেই মুক্ত হওয়া সম্ভব। 

  • 4/7

এজন্য মার্কিন প্রশাসন প্রায় ৯ হাজার কোটি চটাকা বরাদ্দ করেছে। এই টাকায় করোনার টিকা বানানোর পাশাপাশি ট্যাবলেট বানানোর উপর জোর দেওয়া হয়েছে। 
 

  • 5/7

কিন্তু, এখনও পর্যন্ত সে রকম কোনও ট্যাবলেট গবেষকরা আবিষ্কার করে উঠতে পারেননি। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, কাজটি সহজ নয়। তবে চেষ্টা জারি রয়েছে। 

  • 6/7

আমেরিকার গবেষকরা বলছেন, এর আগে করোনার মোকাবিলায় তাঁরা ২টি ট্যাবলেট বানিয়েছেন। তবে সেই ট্যাবলেটের কার্যকারিতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। 

  • 7/7

চিকিৎসকদের দাবি, করোনার এই ভ্যাকসিন সংক্রমণ নিরাময়ে ১০০ শতাংশ কাজ করবে এমন দাবি কোনও সংস্থায় করেনি। তাই গবেষণা করে ট্যাবলেট তৈরির দিকেই তাঁরা এগোচ্ছেন। 

Advertisement
Advertisement