Advertisement

করোনা

Corona ফের চোখ রাঙাচ্ছে ; রাশিয়ায় মৃত ১,০৭৫, চিনে বাড়ছে সংক্রমণ

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Oct 2021,
  • Updated 7:57 PM IST
  • 1/7

চিন ও রাশিয়ায় আবারও ছড়াচ্ছে করোনা। শনিবার চিনে ৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৭,৬৭৮ জন নতুন করে আক্রান্ত। শনিবার রাশিয়ায় করোনায় প্রাণের বলি ১,০৭৫ জন। মহামারি চলাকালীন এদিনের সংখ্যা সর্বোচ্চ।
 

  • 2/7

শনিবার চিনের বেজিংয়ে মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে সেখানে হোটেল বুকিং নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বেজিংয়ে সংক্ৰমিত ৫ জন মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল এবং শানসি প্রদেশে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ভ্রমণ করেছিলেন এবং ১৬ অক্টোবর বেজিংয়ে ফিরেছিলেন।
 

  • 3/7

আরবান হেলথ কমিশনের মতে, সংক্রমিত আরেক ব্যক্তি কোভিড আক্রান্তের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন। বলা হচ্ছে, সংক্রমণের ঘটনা বৃদ্ধির পিছনে সাংহাইতে বসবাসকারী এক প্রবীণ দম্পতি রয়েছেন, যাঁরা জিয়ান সহ অনেক শহরে গিয়েছিলেন এবং তাঁরা কোভিডে ভুগছিলেন বলে জানা গেছে।
 

  • 4/7

এর পরে দম্পতির সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধানের জন্য কাজ শুরু হয়। তিন দিনের মধ্যে, তাঁদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা শত শত লোককে সনাক্ত করা হয়েছিল এবং তাঁদের সঙ্গে ভ্রমণকারী পাঁচজনকেও পরে সংক্রমিত বলে জানা যায়।

  • 5/7

রাশিয়ায় দৈনিক মৃত্যুর হার সেপ্টেম্বরের শেষের তুলনায় ৩৩ শতাংশ বেশি এবং গত মাসে সংক্রমণের ঘটনা প্রায় ৭০ শতাংশ বেড়েছে।
 

  • 6/7

রাশিয়ার ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র এক তৃতীয়াংশকে করোনার টিকা দেওয়া হয়েছে।

  • 7/7

রাশিয়ায় কোভিড-১৯-এর ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। ​শনিবার রাশিয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,২২৯,৫৮২।

Advertisement
Advertisement