Advertisement

করোনা

COVID নিয়ে সচেতন করতে স্লোগান লিখে পথে আলিপুরদুয়ারের মহকুমাশাসক

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 07 Oct 2021,
  • Updated 11:41 PM IST
  • 1/15

Corona: রাজ্যে এই প্রথম। করোনা সংক্রমণ ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে নিজের লেখা স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক।

  • 2/15

দুর্গাপুজার কয়েকদিন মহকুমাশাসকের লেখা এই স্লোগান আলিপুরদুয়ার জেলার সমস্ত পুজোমণ্ডপে স্থান পাবে।

  • 3/15

এবং জনসাধারণকে করোনা সংক্রমণ রোধে সচেতনতার বার্তা দেবে।

  • 4/15

মহকুমাশাসক বিপ্লব সরকারের লেখা স্লোগান ইতিমধ্যেই জেলার পুজো কমিটির কাছে পাঠানো শুরু হয়েছে মহকুমাশাসকের দপ্তর থেকে।

  • 5/15

বৃহস্পতিবার জেলার বেশ কিছু পুজো কমিটিকে নিয়ে এদিন মহকুমাশাসক করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন।

  • 6/15

বৈঠকেই পুজো উদ্যোক্তারা সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের লেখা স্লোগানে উৎসাহিত  হয়ে  প্রচার করার সিদ্ধান্ত নেন।

  • 7/15

বৈঠকেই স্লোগান সহ প্ল্যাকার্ড, ফেস্টুন ছাপানো হয়।

  • 8/15

সেই ছাপানো প্ল্যাকার্ড,  ফেস্টুন নিয়ে শহরে রাস্তায় পুজো উদ্যোক্তাদের নিয়ে মিছিল করেন মহকুমাশাসক।

  • 9/15

এদিন ক্লাব কর্তাদের নিয়ে এই মিছিল শহরে বেশ সাড় ফেলেছে। ক্লাব কর্তারা  প্রচন্ড উৎসাহিত হয়েছেন। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।

  • 10/15

আলিপুরদুয়ার জেলায় ছোটবড় মিলিয়ে ৩০০টি পুজো হয়। প্রায় সব পুজো কমিটিই করোনা সংক্রমণ ঠেকাতে মহকুমাশাসকের লেখা পাঁচটি স্লোগানকে তাঁদের পুজো মণ্ডপে লাগিয়ে জনসাধারণকে সচেতন করবে বলে জানিয়েছেন।

  • 11/15

বিশ্ববাংলা শারদ সম্মানে গত চার বছর ধরে জেলায় সেরা পুজোর স্থান দখলে রেখেছে নিউ টাউন দুর্গা বাড়ি পুজো কমিটি।

  • 12/15

সেই পুজো কমিটির সম্পাদক সঞ্জিত ধর বলেন, আমরা আমাদের পুজো মন্ডপে মহকুমাশাসক বিপ্লব সরকারের লেখা শ্লোগান তুলে ধরব।

  • 13/15

তিনি বলেন, এবং মাইকেও সেই স্লোগান প্রচার করা হবে। যাতে মানুষ সচেতন হয়।

  • 14/15

মহকুমাশাসক বিপ্লব সরকার বলেন আমরা চাইছি যে মানুষ পুজোর আনন্দ উপভোগ করুন। কিন্তু করোনা বিধি মেনে। 

  • 15/15

তিনি আরও বলেন, তাই পাঁচটি শ্লোগান পুজো কমিটি গুলোর কাছে তুলে দেওয়া হচ্ছে। যাতে মানুষ সেই স্লোগানগুলো পড়েন। এবং করোনা সংক্রমণ নিয়ে মানুষ আরও বেশি সচেতন হন।

Advertisement
Advertisement