Advertisement

করোনা

COVID নিয়ে সচেতন করতে স্লোগান লিখে পথে আলিপুরদুয়ারের মহকুমাশাসক

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 07 Oct 2021,
  • Updated 11:41 PM IST
Corona slogan to make people aware about covid Alipurduar SDO joins rally abk করোনা
  • 1/15

Corona: রাজ্যে এই প্রথম। করোনা সংক্রমণ ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে নিজের লেখা স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক।

  • 2/15

দুর্গাপুজার কয়েকদিন মহকুমাশাসকের লেখা এই স্লোগান আলিপুরদুয়ার জেলার সমস্ত পুজোমণ্ডপে স্থান পাবে।

  • 3/15

এবং জনসাধারণকে করোনা সংক্রমণ রোধে সচেতনতার বার্তা দেবে।

  • 4/15

মহকুমাশাসক বিপ্লব সরকারের লেখা স্লোগান ইতিমধ্যেই জেলার পুজো কমিটির কাছে পাঠানো শুরু হয়েছে মহকুমাশাসকের দপ্তর থেকে।

  • 5/15

বৃহস্পতিবার জেলার বেশ কিছু পুজো কমিটিকে নিয়ে এদিন মহকুমাশাসক করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন।

  • 6/15

বৈঠকেই পুজো উদ্যোক্তারা সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের লেখা স্লোগানে উৎসাহিত  হয়ে  প্রচার করার সিদ্ধান্ত নেন।

  • 7/15

বৈঠকেই স্লোগান সহ প্ল্যাকার্ড, ফেস্টুন ছাপানো হয়।

  • 8/15

সেই ছাপানো প্ল্যাকার্ড,  ফেস্টুন নিয়ে শহরে রাস্তায় পুজো উদ্যোক্তাদের নিয়ে মিছিল করেন মহকুমাশাসক।

  • 9/15

এদিন ক্লাব কর্তাদের নিয়ে এই মিছিল শহরে বেশ সাড় ফেলেছে। ক্লাব কর্তারা  প্রচন্ড উৎসাহিত হয়েছেন। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।

  • 10/15

আলিপুরদুয়ার জেলায় ছোটবড় মিলিয়ে ৩০০টি পুজো হয়। প্রায় সব পুজো কমিটিই করোনা সংক্রমণ ঠেকাতে মহকুমাশাসকের লেখা পাঁচটি স্লোগানকে তাঁদের পুজো মণ্ডপে লাগিয়ে জনসাধারণকে সচেতন করবে বলে জানিয়েছেন।

  • 11/15

বিশ্ববাংলা শারদ সম্মানে গত চার বছর ধরে জেলায় সেরা পুজোর স্থান দখলে রেখেছে নিউ টাউন দুর্গা বাড়ি পুজো কমিটি।

  • 12/15

সেই পুজো কমিটির সম্পাদক সঞ্জিত ধর বলেন, আমরা আমাদের পুজো মন্ডপে মহকুমাশাসক বিপ্লব সরকারের লেখা শ্লোগান তুলে ধরব।

  • 13/15

তিনি বলেন, এবং মাইকেও সেই স্লোগান প্রচার করা হবে। যাতে মানুষ সচেতন হয়।

  • 14/15

মহকুমাশাসক বিপ্লব সরকার বলেন আমরা চাইছি যে মানুষ পুজোর আনন্দ উপভোগ করুন। কিন্তু করোনা বিধি মেনে। 

  • 15/15

তিনি আরও বলেন, তাই পাঁচটি শ্লোগান পুজো কমিটি গুলোর কাছে তুলে দেওয়া হচ্ছে। যাতে মানুষ সেই স্লোগানগুলো পড়েন। এবং করোনা সংক্রমণ নিয়ে মানুষ আরও বেশি সচেতন হন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement