Covid Vaccination: হুগলি জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ। চারিদিকে প্রশংসা কুড়িয়েছে।
সেখান ১২ বছর পর্যন্ত শিশু-কিশোরের মায়েদের কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা করল হুগলি জেলা প্রশাসন।
হুগলি জেলাশাসক দীপাপ্রিয়া পি প্রচেষ্টায় এক জায়গায় এক হাজার মায়ের সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত কোভিদ নাইনটিন ভ্যাকসিন ক্যাম্পে দেওয়া হল করোনা ভ্যাকসিন।
সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত কেন্দ্রে হাজার মায়ের টিকাকরণ পোলবায়।
এই প্রথম হুগলি জেলায় সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ভ্যাকসিন কেন্দ্রে ১০০০ জন মায়ের টিকাকরণ করানো হল। সদ্যজাত থেকে ১২ বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশুদের মায়েরা রয়েছেন,তাঁদের মধ্যে থেকে মোট ১০০০ জনকে এদিন এই টিকা দেওয়া হয় পোলবা গ্রামীণ হাসপাতালে।
ইতিমধ্যে এই হাসপাতালে ৮৫ হাজার জনের বেশী সাধারন মানুষের টিকা দেওয়া হয়েছে।
রাজ্যে সাড়া ফেলে দিয়েছে এই কর্মসূচি।
আরও বেশি করে মানুষ যাতে করোনার টিকা নেন, সে ব্য়াপারে উৎসাহ দেওয়া হচ্ছে।
এখানে পোলবা-দাদপুর ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল থেকেই এই স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়ার জন্য মায়েরা উপস্থিত হন।
বাড়িতে শূন্য থেকে ১২ বছর পর্যন্ত বয়সের যে সমস্ত শিশুরা রয়েছে তাঁরা বেশীরভাগ সময়ই মায়েদের সান্নিধ্যে থাকে। মায়েরাও হয় সাংসারিক নয়তো পেশাগত কারনে বাড়ির বাইরে বের হন।
তাই সেইসমস্ত শিশুর মায়েদের টিকাকরন অত্যন্ত প্রয়োজন। এজন্যই এদিন বিশেষ ভাবে এই টিকাকরণ কর্মসুচি অনুষ্ঠিত হল।
এই কর্মসুচিকে সার্থক করেন মহিলারাই।
লাইন সামলানো থেকে শুরু করে নাম নথিভুক্ত সর্বোপরি টিকা দেওয়া পুরোটাই পরিচালনা করেন মহিলারা।
পুরো প্রক্রিয়া সামলানো গিয়েছে মসৃণভাবে। আর তারা নজির তৈরি করেছেন।