Advertisement

পশ্চিমবঙ্গ

Vishwakarma Puja 2021 : কাগজকে ভোকাট্টা করে প্লাস্টিকের ঘুড়ি আকাশ ছেয়েছে!

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নদিয়া,
  • 12 Sep 2021,
  • Updated 8:44 PM IST
  • 1/15

Viswakarma Puja 2021: আর দিন কয়েকের অপেক্ষা। তারপর অসছে বিশ্বকর্মা পুজো। আকাশ জানাচ্ছে পুজো এসে গিয়েছে।

  • 2/15

কারণ রোদ ঝলমলে আকাশের দখল নিয়েছে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি বা বগ্গা।

  • 3/15

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের জেরে ঘরবন্দি সবই। 

  • 4/15

তাই যুব সমাজ থেকে শুরু করে অনেকেই মনোরঞ্জন করার জন্য ঘুড়ি বেছে নিয়েছিলেন। 

  • 5/15

আর তাই ঘুড়ি বিক্রেতারা ঘুড়ি বিক্রি করে কিছুটা অর্থ উপার্জন করেছেন। বর্তমানে দীর্ঘদিন ধরে চলা করোনা সংক্রমণের জেরে অনেকের কারখানা কিংবা কাজের জায়গা হারিয়েছেন। 

  • 6/15

হাতে নেই তেমন টাকাও। তার মধ্যেও সাধারণ মানুষের ইচ্ছা থেকেই যায়। 

  • 7/15

সামনেই বিশ্বকর্মা পুজো (Viswakarma Puja 2021)। বিভিন্ন রঙের ঘুড়ি আকাশে উড়বে। ঘুড়ি বিক্রেতারা ঘুড়ি নিয়ে হাজির। হাতে পয়সা না থাকার জন্য  অনেকেই তাই প্লাস্টিক ঘুড়ি কিনছেন। মনকে খুশি রাখতে তাই নীল আকাশে নানা রঙের ঘুড়ি উড়িয়ে ভোকাট্টা আওয়াজে মুখরিত করছে।

  • 8/15

আর তাই এখন থেকে বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2021) উপলক্ষে ঘুড়ির লড়াই এর প্রস্তুতি চলছে।

  • 9/15

ঘুড়ি ওড়াতে ভালবসেন না এমন কেউ নেই। অন্তত করোনা সংক্রমণের এই সময়ে বাড়িতে বন্দি দশা কাটানোর একটা ভাললাগা সময় কাটানোর জন্য ঘুড়ি অনেকটা সাথ দিয়েছে। আকাশের দিকে তাকালেই নানা রঙের ঘুড়ি দেখা গিয়েছে।

  • 10/15

ছাদে কিংবা মাঠে তাই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছিল। আবার এই ঘুড়ি ওড়ানো নিয়ে চিনা সুতো ব্যবহার করে দুর্ঘটনাও ঘটেছে।

  • 11/15

বর্তমানে এই সুতো কড়াকড়িতে পুরোনো দিনের সুতো উঠে আসছে। তবে কাগজের ঘুড়ির পরিবর্তে উঠে এসেছে প্লাস্টিক ঘুড়ি। কারণ হিসাবে কাগজের ঘুড়ির যে দাম তাতে প্লাস্টিক ঘুড়ি পাওয়া যায় কয়েকটা। 

  • 12/15

তাই বর্তমানে প্লাস্টিক ঘুড়ির চাহিদা বেড়েছে। অনেকের হাতে পয়সা নেই। 

  • 13/15

ব্যবসা কিংবা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কোরোনা সংক্রমণের  জন্য। ফলে অনেকে হারিয়েছে কাজ।

  • 14/15

অনেকে ক্ষতির মুখোমুখি হওয়াতে অনেকে হাতে টাকা নেই এই বছর ফলে বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2021)-য় কতটা ঘুড়ি বিক্রি হবে তা নিয়ে ঘুড়ি ব্যবসায়ীরা ধন্ধে।

  • 15/15

তা-ও তাঁরা আশাবাদী ঘুড়ি বিক্রি ভাল হবে। করোনাকে হারিয়ে আকাশ-বাতাসে ভাসবে ভো-কাট্টা। এখন সবাই তার অপেক্ষায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement