Advertisement

করোনা

কেন্দ্রের 'চাপ', ৫ দিনে ৫০ লক্ষ COVID টিকা দেওয়ার লক্ষ্য রাজ্যের

জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 07 Oct 2021,
  • Updated 10:55 PM IST
Covid Vaccine WB CM Mamata Banerjee led TMC Government aims to vaccinate 50 lakh people in next 5 days abk করোনা
  • 1/15

Covid Vaccine: পুজোর আগেই ভ্যাকসিন দেওয়া নিয়ে তৎপরতা শুরু করল রাজ্য। বৃহস্পতিবার প্রত্যেকটি জেলায় আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায়, তা নিয়ে কড়া বার্তা দিল স্বাস্থ্য দফতর।

  • 2/15

স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই মর্মে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে।

  • 3/15

নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে, পুজোর আগেই রাজ্যকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তা শেষ করতে পারা যাবে নাকি?

  • 4/15

যদি ভ্যাকসিন পুজোর আগে দেওয়ার প্রক্রিয়া না শেষ করা যায়, তা হলে রাজ্যের বরাদ্দ কাটছাঁট করে দেওয়া হতে পারে।
 

  • 5/15

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বৃহস্পতিবার সকালে এই বার্তা আসার পরেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেই এই বার্তা পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।

  • 6/15

অন্যদিকে, নবান্ন সূত্রে খবর, পুজোর সময় যাতে কোভিড বিধি মেনে চলা হয়, তা নিয়ে বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

  • 7/15

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ সে পুজো নিয়ে ১১ দফা গাইডলাইন জারি করা হয়েছে।

  • 8/15

পুষ্পাঞ্জলি থেকে শুরু করে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। পাশাপাশি এ বছরও যে কোনও রকম পুজোর কার্নিভাল হবে না সে বিষয়েও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। 

  • 9/15

সূত্রের খবর, গাইডলাইনের পাশাপাশি যাতে হাইকোর্টের নির্দেশ মেনে চলা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মুখ্য সচিব।

  • 10/15

যদিও বৈঠকের বিষয়বস্তু জলস্বপ্ন থেকে শুরু করে একাধিক ইস্যু থাকলেও করোনা বিধি নিয়েও আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। 

  • 11/15

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যের মোট ৬ কোটি ৩ লক্ষ  ৭০ হাজার ২০৯ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১১৯ জনকে।

  • 12/15

অন্তত ৬ অক্টোবর পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান এমনটাই। 

  • 13/15

যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে ৬ ই অক্টোবর একদিনে ভ্যাকসিন দেওয়া হয়েছে ১০ লক্ষ ৩৮ হাজার ১৮১ জনকে।

  • 14/15

সেক্ষেত্রে আগামী ৫ দিনেও এই ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ করতে গেলে এই গতি বজায় রাখতে হবে বলেই মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

  • 15/15

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এই বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গেও প্রয়োজনীয় বৈঠক করে তৎপর হতে হবে।

Advertisement
Advertisement