Advertisement

করোনা

Photo : করোনা আক্রান্ত হয়েও থামালেন না বিয়ে, PPE পরে হাজির বর

Aajtak Bangla
  • 08 Dec 2020,
  • Updated 8:49 PM IST
  • 1/6

পিপিই পোশাক পরে বিয়ে সারলেন রাজস্থানে এক যুবক।পুরোহিত ও আশেপাশে থাকা অনেককেই পিপিই পোশাকে ছিলেন। কিন্তু করোনা সংক্রমিত হওয়ার পরেও নববধূকে পিপিই পোশাক পরতে দেখা যায়নি। (আলোয়ার থেকে সন্তোষ শর্মার রিপোর্ট)

  • 2/6

শুধু তাই নয়, পিপিই কিট ছাড়াই বিয়ের অনুষ্ঠানের সময় বেশ কিছু আত্মীয় ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর ফলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেইসঙ্গে করোনার গাইডলাইন লঙ্ঘন করা হয় বিয়ের অনুষ্ঠানে। করোনার প্রোটোকল অনুসারে, আক্রান্ত ব্যক্তির চারপাশের প্রত্যেককে পিপিই কিট পরতে হবে
 

  • 3/6

ওই বিয়ের অনুষ্ঠানে মেডিক্যাল টিম, প্রশাসন  ও পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কিন্তু কেউ নববধূকে পিপিই কিট ছাড়া মণ্ডপে প্রবেশ করতে বাধা দেননি।

  • 4/6

আলওয়ার জেলায় এক গ্রামে ওই যুগলের বিয়ে ঠিক হয়। কিন্তু তার আগেই ওই যুবক করোনায় আক্রান্ত হয়।

  • 5/6

এর পরেই বিয়ে বাড়িতে কড়া কোভিড প্রোটোকল চালু হয়। পুরোহিত থেকে শুরু করে সকলকে পিপিই কিট পরে থাকতে নির্দেশ দেওয়া হয়।

  • 6/6

ওই মণ্ডপে থাকা মেডিক্যাল দলের সদস্য অক্ষয় যাদব বলেন, সকলকে পিপিআই পোশাক পরে থাকতে বলা হয়েছিল। ওই বিয়েবাড়িতে আসা প্রত্যেকে নমুনা পরীক্ষা করা হবে।
 

Advertisement
Advertisement