Advertisement

করোনা

India Corona:বাড়ছে সক্রিয় রোগী, দেশে দৈনিক আক্রান্ত ৪৫ হাজারের বেশি, একা কেরলেই ৭০%

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2021,
  • Updated 11:53 AM IST
  • 1/6

গত কয়েক দিন ধরে দেশে আবারও করোনা সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে। কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে সংক্রমণের গ্রাফ ঊর্দ্ধমুখী। দেশে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি কোভিড মহামারির তৃতীয় তরঙ্গের লক্ষণ হতে পারে। আশঙ্কার কথা, ভারতে করোনার নতুন মামলার তুলনায় কোভিড রোগীদের সুস্থ হওয়ার হার কমছে।
 

  • 2/6


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, গত ২৪  ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৫  হাজারেরও বেশি। সেখানে সুস্থ হয়েছেন ৩৫ হাজারের বেশি। একই সময়ে,৪৬০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। টানা পঞ্চম দিনে দেশে করোনার সক্রিয় মামলার সংখ্যা ঊর্দ্ধমুখী।

  • 3/6

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ (রবিবার) অর্থাৎ ২৯  আগস্ট  করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৭,৮৩০। একই সময়ে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৬৮,৫৫৮ জন। রোগীদের সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৫৩ শতাংশ।
 

  • 4/6

 করোনার সর্বশেষ রিপোর্ট
গত ২৪  ঘণ্টায় মোট নতুন কেস - ৪৫,০৮৩ 
গত ২৪  ঘণ্টায় মোট সুস্থ হওয়া রোগী - ৩৫,৮৪০
 গত ২৪  ঘণ্টায় মোট মৃত্যু - ৪৬০ জনের
 ভারতে মোট সক্রিয় মামলার সংখ্যা - ৩,৬৮,৫৫৮
 দেশে করোনা থেকে মোট মৃতের সংখ্যা -  ৪,৩৭,৮৩০

  • 5/6

এই ৫ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার সর্বোচ্চ সংখ্যক নতুন কেস 
 কেরল - ৩১,২৬৫
 মহারাষ্ট্র - ৪,৮৩১
 তামিলনাড়ু -  ১,৫৫১
 অন্ধ্রপ্রদেশ - ১,৩২১
 কর্ণাটক - ১,২২৯ 

  • 6/6


এই ৫ টি রাজ্য থেকে করোনার ৮৯,১৭ শতাংশ  নতুন কেস রিপোর্ট  এসেছে। যেখানে একা করেলই সংখ্যাটা ৬৯.৩৫ শতাংশ, যা সর্বোচ্চ। একই সময়ে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। যেখানে করেল  সর্বোচ্চ ১৫৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে।  মহারাষ্ট্রে  করোনার কারণে একদিনে ১২৫ জন রোগী মারা গেছেন। 

Advertisement
Advertisement