করোনার সঙ্গে যুদ্ধে কিছুটা আশার আলো ! দেশে কোভিড সংক্রণের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। একদিকে যখন দেশে জোরকদমে চলছে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল, তার মধ্যে এই খবরে কিছুটা স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। (সব ছবি প্রতীকী-পিটিআই)
শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৬৭। এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৯৭ লাখের বেশি।
শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা ১,৪০,৯৫৮।
শেষ ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৯,০৪৫। এখনও পর্যন্ত করোনার সুস্থ হয়েছেন ৩,৮৩,৮৬৬ জন।
এর আগে নভেম্বর মাসে একবার ৩০ হাজারের নিচে নেমেছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তার পর ফের বাড়তে থাকে সংক্রমণ সেটা ছাড়িয়ে চলে যায় ৫০ হাজারের কাছে।
১৫২দিন পর এভাবে কমল করোনা সংক্রমণের সংখ্যা। এর আগে জুলাই মাসের ৮ তারিখ দেশে কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ২৫,৬৪১।