Advertisement

করোনা

ডবল ডোজের পরেও করোনায় আক্রান্ত হলে কি ফের টিকা লাগবে?

প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 10 Jan 2022,
  • Updated 9:30 PM IST
  • 1/6

দেশে সাম্প্রতিককালে করোনা (Corona) সংক্রমণ নতুন করে আতঙ্ক তৈরি করেছে আমজনতার মধ্যে। বিশেষজ্ঞদের কারও কারও মতে দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। 

  • 2/6

অন্যদিকে ভ্যাকসিনের ডবল ডোজ (Vaccine Double Dose) নেওয়ার পরেও কেউ কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন, যা আরও উদ্বেগ বাড়িয়ে তুলেছে। 

  • 3/6

আর তার থেকে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাঁরা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের কি পরবর্তীকালে আরও ভ্যাকসিন বা বুস্টার ডোজের (Dooster Dose) দরকার রয়েছে?

  • 4/6

এই প্রসঙ্গে ভাইরোলজিস্ট হিরন্ময় মুখোপাধ্যায় জানাচ্ছেন, 'এটা কখনোই বলা হয়নি যে ভ্যাকসিন (Vaccine) নিলে আর করোনা হবে না। তবে ভ্যাকসিন নিলে করোনা নিয়ন্ত্রিত থাকবে।' এক্ষেত্রে বুস্টার ডোজের নিশ্চয় দরকার রয়েছে বলে মনে করেন তিনি।

  • 5/6

হিরন্ময়বাবুর কথায়, 'একসময় স্মল পক্সে বছর বছর টিকা দেওয়া হত। সেভাবেই স্মল পক্স দূর হয়েছে। আশা করা যায় এই রোগটাও সেভাবেই দূর হবে।' 

  • 6/6

এক্ষেত্রে এখন বা এরপরেও বুস্টার ডোজ নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। তবে করোনা হওয়ার ৪ মাস পর এই ডোজ নেওয়ার কথা জানাচ্ছেন হিরন্ময় মুখোপাধ্যায়।   

Advertisement
Advertisement