Advertisement

করোনা

পুরুলিয়ায় কড়াকড়ি পুলিশের, মাস্ক না থাকলেই দিতে হচ্ছে ডন

অনিল গিরি
  • পুরুলিয়া,
  • 28 Apr 2021,
  • Updated 4:48 PM IST
  • 1/6

করোনা (Corona) সংক্রমণে কোনও ভাবেই লাগাম পরানো যাচ্ছে না। রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতিতে মাস্ক (Mask) পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার সহ বিভিন্ন গাইডলাইন মেনে চলার কথা বারেবারেই বলা হচ্ছে পুলিশ ও প্রশাসের পক্ষ থেকে। 

  • 2/6

তবুও একাংশের মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব দেখা যাচ্ছে। এবার তাই কড়া মনোভাব দেখাল পুলিশ। বুধবার পুরুলিয়া (Purulia) শহরে অভিযান চালায় সদর থানার পুলিশ। 

  • 3/6

করা হল মাইকিং। কারও মুখে মাস্ক না থাকলে তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের হাতে তুলে দেওয়া হয় মাস্কও।

  • 4/6

মাস্ক না পরার শাস্তিস্বরূপ কয়েকজনকে দিয়ে প্রকাশ্য রাস্তায় ডন বা পুশ-আপ দেওয়ানো হয়। তবে পুলিশের এই তৎপরতায় শহরের বেশিরভাগ মানুষই খুব খুশি। 

  • 5/6

প্রসঙ্গত দিন কয়েক আগে হুগলির চন্দননগর, ভদ্রেশ্বর, চাঁপদানি এলাকাতেও অভিযান চালায় পুলিশ। মাস্ক না থাকায় গ্রেফতারও করা হয় কয়েকজনকে।

  • 6/6

মাস্ক নিয়ে কড়াকড়ি করা হয়েছে অন্যান্য বেশকয়েকটি রাজ্যেও। কোনও কোনও রাজ্যে তো মাস্ক না পরা অবস্থায় ধরা পড়লে জরিমানাও দিতে হচ্ছে মানুষকে।  
 

Advertisement
Advertisement