Advertisement

করোনা

বাঁকুড়ায় ভোটের দেওয়াল লিখন মুছে করোনা সচেতনতার বার্তা TMC-র

অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 28 Apr 2021,
  • Updated 8:04 PM IST
  • 1/5

বাঁকুড়া (Bankura) জেলায় ভোট হয়ে গিয়েছে প্রথম ও দ্বিতীয় দফায়। এদিকে ইতিমধ্যেই রাজ্যে দাপট বেড়েছে করোনার। এবার তাই জনগণের স্বার্থে, ভোট প্রচারের দেওয়াল লিখন মুছে সেখানেই করোনা সচেতনতার বার্তা দিল তৃনমুল (TMC)। 

  • 2/5

জেলার মাচানতলা এলাকায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দেওয়াল লিখন মুছে সেই দেওয়ালেই রং তুলি দিয়ে নিজে হাতে করোনা সচেতনতার বার্তা লিখলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃনমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা (Shyamal Santra)। 

  • 3/5

মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাড়িতে থাকুন সহ নানা ধরনের সচেতনতার বার্তা দেওয়া হয় দেওয়াল লিখনের মাধ্যমে।  দলের ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে এইভাবেই সকাল থেকে শহরের বেশকিছু এলাকায় নিজেদের দলের দেওয়াল লিখন মুছে সেখানে করোনা সচেতনতার বার্তা তুলে ধরলেন শ্যামলবাবু।

  • 4/5

শুধু দেওয়াল লিখনই নয়, পথ চলতি মানুষকে মাস্ক বিলি করেও সচেতন থাকার পরামর্শ দেন তিনি। 

  • 5/5

এই বিষয়ে শ্যামল সাঁতরা বলেন, মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। যদিও তৃণমূলের এই পদক্ষেপকে পালটা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের খোঁচা, প্রচারে আসতে নাটক করছে তৃণমূল। ভোটের ফলাফলের পর আর তাদের খুঁজে পাওয়া যাবে না।

Advertisement
Advertisement