বঙ্গে করোনার (Corona Graph) সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। বুধবার একলাফে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ।
রাজ্য সরকারের এদিনের বুলেটিন অনুযায়ী বাংলায় নতুন করে করোনায় (Corona Virus) আক্রান্ত হয়েছেন ২,৭২৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২,০১৪। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ২০,০০,২৫৩।
বেশ খানিকটা কমলো দৈনিক সুস্থের সংখ্যাও। পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা জয়ী হয়েছেন আরও ২,৯৫০ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫,৫৪৮। এর ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৯,৫৭,৬৮৬।
বর্তমানে রাজ্যে (West Bengal) সুস্থতার হার ৯৭.৮৭ শতাংশ, যা গতকালে চেয়ে বেশি।
অন্যদিকে আবার বাংলায় বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের।
গতকাল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা ছিল ৩৩। যার জেরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০,৬৮৭।
আরও পড়ুন - হানিমুনে গিয়ে লজ্জায় পড়েন, ফিরেই ৩৮ কেজি ওজন ঝরালেন স্বামী, এখন কেমন?
এদিন রাজ্যে টেস্ট হয়েছে ৫৯,১০৪টি। বর্তমানে রাজ্যে কোভিড ১৯-এর (Covid 19) পজিটিভিটি রেট হল ৪.৬১ শতাংশ, যা গতকালের চেয়ে বেশি।