করোনা পজেটিভের সংস্পর্শে আসায় স্বেচ্ছায় কোয়ারেন্টিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান তেদ্রোস অ্যাডহ্যানোম গ্য়াব্রিয়েসাস। ট্যুইটে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।
ট্যুইটে হু প্রধান আরও জানিয়েছেন, তাঁর কোনও উপসর্গ নেই, তবে প্রোটোকল অনুযায়ী তিনি কয়েকদিন স্বেচ্ছায় কোয়ারেন্টিন থাকবেন এবং বাড়ি থেকে কাজ করবেন।
হু প্রধান তেদ্রোস অ্যাডহ্যানোম গ্য়াব্রিয়েসাস আরও জানিয়েছেন যাতে সংক্রমণের হার কমানো যায় সেজন্য অতিমারীর সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত নির্দেশ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।
কোভিড সংক্রমণের চেন ভাঙতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত গাইড লাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন হু প্রধান। গ্যাব্রিয়েসাসের আশ্বাস তিনি ও তাঁর সহকর্মীরা জীবন বাঁচাতে এবং দুর্বলকে রক্ষা করতে একজোট হয়ে কাজ চালিয়ে যাবেন।
কোভিডের সংক্রমণ রোধে প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে বলে ইতিমধ্যেই বেশ কয়েকবার জানিয়েন হু প্রধান।