Advertisement

বিশ্ব

৯২% কার্যকর Sputnik V, করোনা বিশ্বে এবার রাশিয়া দিল সুসংবাদ!

Aajtak Bangla
  • 11 Nov 2020,
  • Updated 9:57 PM IST
  • 1/9

 মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার দিনে দুয়েক আগেই দাবি করেছে তাদের তৈরি  ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকরী।
 

  • 2/9

জার্মান বায়োটেক সংস্থা বায়োএনটেক সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে ফাইজার। তৃতীয় ধাপের ট্রায়ালে ৯০ শতাংশেরও বেশি কার্যকর তাদের ভ্যাকসিন বলে দাবি করেছে সংস্থা দু'টি।  ফলে চলতি মাসের শেষের দিকেই ভ্যাকসিনটির জরুরি ব্যবহারে অনুমোদন মেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
 

  • 3/9

করোনা বিশ্বে এবারা আরও একটি সুসংবাদ শোনাল রাশিয়া। গত অগস্টেই পৃথিবীর প্রথম করোনা ভ্যাকসিন হিসাবে স্পুটনিক ভি (Sputnik V) তৈরি করার দাবি করেছিল পুতিনের দেশ। এবার করোনাভাইরাসের প্রতিরোধে স্পুটনিক ভি (ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করল রাশিয়া।
 

  • 4/9

পরীক্ষামূলক প্রয়োগের অন্তর্বর্তী ফলাফল প্রকাশ করে বুধবার এমনটাই দাবি করল রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। 
 

  • 5/9

বর্তমানে স্পুটনিক ভি ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বেলারুস, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়ালে এবং একাধিক দেশে। ভারতেও ভ্যাকসিনটির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি মিলেছে। 
 

  • 6/9

তখন গত আগস্ট মাসেই প্রথম এই ভ্যাকসিন প্রকাশ্যে নিয়ে আসে ভ্লাদিমির পুতিনের দেশ। সেপ্টেম্বর বড়ো আকারের পরীক্ষামূলক প্রয়োগ শুরুর সরকারি অনুমোদনেও মিলে যায়।

  • 7/9

১৬ হাজারের মানুষকে ভ্যাকসিনটির দু’টি ডোজ দেওয়ার পরবর্তী প্রতিক্রিয়ার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়েছে এই অন্তর্বর্তী ফলাফলে। ভ্যাকসিনের বিশ্ববিপণনে নিযুক্ত আরডিআইএফ এই তথ্য প্রকাশ করেছে।
 

  • 8/9

রাশিয়ার বিতর্কিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-র কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন রয়েছে। তার মধ্যেই ভ্যাকসিনের সাফল্য নিয়ে রাশিয়ার এই ঘোষণা।

  • 9/9

এদিকে  ভারতে স্পুটনিক-ভি-র বরাত পেয়েছে ডা. রেড্ডি’জ ল্যাবরেটরিজ। সব কিছু ঠিকঠাক চললে নভেম্বর মাসের মধ্যেই উত্তর ২৪ পরগনার কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে শুরু হতে পারে রাশিয়ার তৈরি এই ভ্য়াকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। 

Advertisement
Advertisement