Advertisement

করোনা

Covid Death: কেন দিল্লিতে কোভিডে মৃত্যু বাড়ছে? জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

Aajtak Bangla
Aajtak Bangla
  • 14 Jan 2022,
  • Updated 12:11 PM IST
  • 1/8

দিল্লিতে কোভিড সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে। একই সঙ্গে করোনায় রোগীর মৃত্যুর কেসও বাড়ছে। বুধবার দিল্লিতে প্রকাশিত হেলথ বুলেটিন অনুসারে, করোনার কারণে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বাড়ছে।

  • 2/8

গত ৪ দিনে শুধুমাত্র দিল্লিতেই করোনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। তবে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে, রাজধানীতে ক্রমবর্ধমান কোভিড কেস নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

  • 3/8

কেন দিল্লিতে দ্রুত বাড়ছে করোনায় মৃতের সংখ্যা? এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এসব মৃত্যুর কারণ খতিয়ে দেখছি। যাঁরা ইতিমধ্যেই কোনও না কোনও গুরুতর রোগে ভুগছেন বা শুধুমাত্র কমোর্বিডিটি যুক্ত করোনা রোগীদেরই অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হচ্ছে। ফলে অন্যান্য রোগে অসুস্থতার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে তা রাজ্যের কোভিড পরিসংখ্যানে জুড়ে যাচ্ছে।”

  • 4/8

সত্যেন্দ্র জৈন জানান, গত এক সপ্তাহে যে সব করোনা রোগী মারা গেছেন তাঁরা ক্যান্সার ও অন্যান্য গুরুতর রোগের সঙ্গে লড়াই করছিলেন। তবে চিকিৎসার প্রোটোকল অনুযায়ী, ওই সব রোগীর কোভিড পরীক্ষার রিপোর্ট যদি পজিটিভ হয়, সে ক্ষত্রে তাঁদের পরবর্তী চিকিৎসা করোনা ওয়ার্ডেই চলে। সেখানে তাঁদের মৃত্যু হলে সেটি রাজ্যের কোভিড সংক্রান্ত পরিসংখ্যানে জুড়ে যাচ্ছে। তবে করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার এখনও বাড়েনি।

  • 5/8

বর্তমানে হাসপাতালে শয্যার তুলনায় খুবই কম রোগী ভর্তি রয়েছে। জিটিবি হাসপাতালে ৩০ জন করোনা রোগী ভর্তি রয়েছে, সেখানে মোট ৭৫০টি শয্যা রয়েছে। একইভাবে, বর্তমানে এলএনজেপি হাসপাতালে মোট ৭৫০টি শয্যা পাওয়া যায় তবে মাত্র ১৩৬ জন রোগী ভর্তি রয়েছেন।

  • 6/8

সত্যেন্দ্র জৈন বলেন, “প্রয়োজনে আমরা এই দুটি হাসপাতালে ১,০০০ শয্যা বাড়াতে পারি। প্রস্তুতি নেওয়া হয়েছে দিল্লির অন্যান্য হাসপাতালে যেমন দীনদয়াল হাসপাতাল, লোক নায়ক হাসপাতাল এবং রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে।”

  • 7/8

শয্যার প্রস্তুতির প্রসঙ্গে সত্যেন্দ্র জৈন বলেন যে, “দিল্লি সরকার হাসপাতালগুলিতে মোট ৩৭ হাজার শয্যার ব্যবস্থা করেছে। বর্তমানে ১৫ হাজার শয্যা চালু করা হয়েছে। প্রয়োজনে রাতারাতি শয্যা সংখ্যা দ্বিগুণ করার ক্ষমতা আমাদের আছে।”

  • 8/8

কিন্তু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা খুবই কম হওয়ায় শয্যা বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছে না। যাইহোক, সরকার আসন্ন সবচেয়ে গুরুতর পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।

Advertisement
Advertisement