Advertisement

রাজ্যে পৌঁছাল আরও ১০ লক্ষ কোভিশিল্ডের ডোজ

রাজ্যে এল আরও ১০ লক্ষ কোভিশিল্ডের (Covishield) ডোজ। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের ডোজগুলি। সেইসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক অমলেশ বিশ্বাস। এই মুহূর্তে রাজ্যের হাতে ২০ লক্ষ কোভিশিল্ড রয়েছে বলে জানান অমলেশবাবু। 

রাজ্যে এল কোভিশিল্ডের আরও ১০ লক্ষ ডোজ
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 17 Jun 2021,
  • अपडेटेड 6:22 PM IST
  • রাজ্যে এল আরও কোভিশিল্ড
  • বর্তমানে রাজ্যের হাতে ২০ লক্ষ ডোজ
  • পৌঁছে দেওয়া হবে বিভিন্ন জেলায়

সারাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination) অভিযান। তারই মাঝে রাজ্যে এল আরও ১০ লক্ষ কোভিশিল্ডের (Covishield) ডোজ। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের ডোজগুলি। সেইসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক অমলেশ বিশ্বাস। এই মুহূর্তে রাজ্যের হাতে ২০ লক্ষ কোভিশিল্ড রয়েছে বলে জানান অমলেশবাবু। 

রাজ্যে বিগত কয়েকদিন ধরেই করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। তৃতীয় দফার লকডাউনে বেশকিছু ছাড়ও দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে যাঁরা এখনও ভ্যাকসিন পাননি তাঁদের একটা বড় অংশ টিকা নেওয়ার চেষ্টা করছেন। বেশকিছু জায়গায় বেসরকারি উদ্যোগে টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে। যদিও প্রয়োজনের তুলনায় রাজ্যের হাতে কম ভ্যাকসিন রয়েছে বলেই এদিন জানান রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক অমলেশ বিশ্বাস। 

এই প্রসঙ্গে অমলেশ বিশ্বাস জানান, "পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে ১০ লক্ষ কোভিশিল্ডের ডোজ এল। এগুলি কেন্দ্রীয় সরকারের তরফে সরবরাহ করা হয়েছে। ভ্যাকসিনের সংকট আপাতত ভাল অবস্থায়। আজ ভাল পরিমান ভ্যাকসিন পাওয়া গিয়েছে। বর্তমানে রাজ্যের হাতে আরও ১০ লক্ষ ভ্যাকসিন রয়েছে।" 

কলকাতায় পৌঁছানোর পর ভ্যাকসিনগুলিতে বাগবাজারে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই বিভিন্ন জেলায় পাঠান হবে ভ্যাকসিনগুলি। টিকার বণ্টন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিণ করবেন স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের আধিকারিকরা। ভ্যাকসিনের সংকট মোকাবিলায় রাজ্যের অবস্থা আপাতত কিছুটা ভাল বলেই এদিন জানান অমলেশ বিশ্বাস।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement