Advertisement

Child Covid Vaccine : সুসংবাদ! শিশুদের ওপর টিকার ট্রায়াল সম্পন্ন, জানাল ভারত বায়োটেক

ভারত বায়োটেক (Bharat Biotech) জানিয়েছে, তারা প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের উৎপাদন বাড়াবে। বর্তমানে সাড়ে ৩ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করছে সংস্থাটি। কিন্তু কোভ্যাকসিনের উৎপাদন বাড়ানো হবে বলে জানাচ্ছে তারা। এক্ষেত্রে উৎপাদন সাড়ে পাঁচ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়েছে ভারত বায়োটেকের তরফে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Sep 2021,
  • अपडेटेड 9:50 PM IST
  • কোভ্যাকসিনের উৎপাদন বাড়াচ্ছে ভারত বায়োটেক
  • লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ কোটি ডোজ
  • শিশুদের টিকার ট্রায়ালও সম্পন্ন সংস্থার

দেশে টিকাকরণের (Vaccination) গতি লাগাতার বৃদ্ধি করার চেষ্টা করছে সরকার। তার জন্য টিকার যোগানের ওপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মাঝে সুসংবাদ দিল ভারত বায়োটেক। কোভ্যাকসিনের উৎপাদন প্রায় ২ কোটি ডোজ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে শিশুদের ভ্যাকসিন নিয়েও বড় ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।

ভারত বায়োটেক (Bharat Biotech) জানিয়েছে, তারা প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের উৎপাদন বাড়াবে। বর্তমানে সাড়ে ৩ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করছে সংস্থাটি। কিন্তু কোভ্যাকসিনের উৎপাদন বাড়ানো হবে বলে জানাচ্ছে তারা। এক্ষেত্রে উৎপাদন সাড়ে পাঁচ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়েছে ভারত বায়োটেকের তরফে। 

এদিকে করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) এলে তাতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে শিশুদের। এই বিষয়ে ভারত বায়োটেক জানাচ্ছে, শিশুদের ওপর ট্রায়াল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই সংক্রান্ত তথ্য আগামী সপ্তাহে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) হাতে তুলে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, ফাইজারও (Pfizer) ইতিমধ্যে দাবি করেছে, তাদের তৈরি ভ্যাকসিন ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ওপরে কার্যকরী। তবে ভারতে এখনও পর্যন্ত শিশুদের টিকাকরণ অভিযান শুরু হয়নি। সেক্ষেত্রে এখন দেখার বাস্তবে কবে ভারতে চালু হয় শিশুদের টিকাকরণ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement