Advertisement

কমতে পারে প্রাইভেট হাসপাতালের টিকার কোটা, কেন?

বেসরকারি হাসপাতালের জন্য বরাদ্দ ভ্যাকসিনের পরিমান ২৫ শতাংশ থেকে কমানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। শুধু তাই নয় বেসরকারি হাসপাতালগুলির কাছে বেঁচে যাওয়া ৭ থেকে ৯ শতাংশ ভ্যাকসিন চেয়ে পাঠানোর কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, হয়ত খুব তাড়াতাড়িই বেসরকারি হাসপাতালগুলির কোটা কমাতে পারে কেন্দ্র। যার ফলে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে বেসরকারি হাসাপাতালের জন্য আর ২৫ শতাংশ টিকা তৈরির প্রয়োজন পড়বে না।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Aug 2021,
  • अपडेटेड 4:57 PM IST
  • বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনেশানের সংখ্যা কম
  • ভ্যাকসিনের বরাদ্দ ২৫ শতাংশ থেকে কমাতে পারে কেন্দ্র
  • ফলে আরও বেশি ভ্যাকসিন পাবে সরকার

দেশে দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণ (Vaccination) অভিযান। তবে খুব অল্প সংখ্যক মানুষই রয়েছেন যাঁরা বেসরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালের জন্য বরাদ্দ ভ্যাকসিনের পরিমান ২৫ শতাংশ থেকে কমানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। শুধু তাই নয় বেসরকারি হাসপাতালগুলির কাছে বেঁচে যাওয়া ৭ থেকে ৯ শতাংশ ভ্যাকসিন চেয়ে পাঠানোর কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, হয়ত খুব তাড়াতাড়িই বেসরকারি হাসপাতালগুলির কোটা কমাতে পারে কেন্দ্র। যার ফলে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে বেসরকারি হাসাপাতালের জন্য আর ২৫ শতাংশ টিকা তৈরির প্রয়োজন পড়বে না। অন্যদিকে এমনটা হলে আরও বেশি ভ্যাকসিন পাবে সরকার। বিগত ২-৩ মাস ধরে বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণের কাজ ঢিমে তালে চলার কারণেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

এই বিষয়ে বিজেপি (BJP) সাংসদ সুশীল মোদীর (Sushil Kumar Modi) এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া (Mansukh L. Mandaviya) বলেন, কোটায় কাটছাঁট জরুরি নয়। তবে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলেছে সরকার। প্রয়োজন অনুসারে বেসরকারি ক্ষেত্রগুলিতে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ টিকা প্রস্তুতকারী সংস্থাগুলিকে বেসরকারি হাসপাতালের জন্য আর ২৫ শতাংশ টিকা সংরক্ষণ করে রাখতে হবে না বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন - COVID সারার পরে ২ সপ্তাহ সাবধান! 

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালে টিকার কোটায় কাটছাঁট করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে আবেদন জানান। বর্তমানে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি যত টিকা তৈরি করে তার ৭৫ শতাংশ কেন্দ্র কিনে রাজ্য সরকারগুলিকে দেয়। আর বাকি ২৫ শতাংশ যায় বেসরকারি হাসাপাতালগুলির কাছে। 
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement