এবার সুপ্রিম কোর্টে করোনার থাবা। দেশের সর্বোচ্চ আদালতে রেজিস্ট্রি কর্মীদের মধ্যে ১৫০ জন করোনা আক্রান্ত। রয়েছে ৪ জন বিচারপতিও। এখনও সুপ্রিম কোর্টের ২০০ কর্মীর রিপোর্ট আসা বাকি রয়েছে। এর আগে সংসদের কর্মী ও নিরাপত্তারক্ষী সহ মোট ৪০০ জনকে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। তারপরেই এল সুপ্রিম কোর্টের খবর। এই খবর আসার পর আদালতের ভিতরে ও বাইরে নিযুক্ত নিরাপত্তারক্ষীদের ফের টেস্ট করানো হচ্ছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিল্ডিং সহ গোটা চত্বর স্যানিটাইজও করা হচ্ছে। একইসঙ্গে যাতে সংক্রমণ আর বৃদ্ধি না পায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত করোনার ঊর্ধ্বগামী গ্রাফের দিকে নজর রেখে গত ৭ তারিখ থেকে সম্পূর্ণ ভার্চুয়াল শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট। সমস্ত বিচারপতিদেরও আবাসিক অফিস থেকেই কাজ করা কথা বলা হয়েছে আদালতের তরফে। একইসঙ্গে একটি সার্কুলার জারি করে বলা হয়েছে ১০ তারিখ থেকে ফ্রেশ ম্যাটার, জামিন সংক্রান্ত বিষয়, আটক এবং সূচিবদ্ধ মামলাগুলিই তালিকাভুক্ত করা হবে।
সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশান অর্থাৎ এসসিবিএ জানাচ্ছে, সর্বোচ্চ আদালত সোমবার থেকে আইনজীবীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করছে। এর মাধ্যমেই আইনজীবীরা রেজিস্ট্রির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে করোনার জেরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে কর্মী ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।