Coroan Caaes In India: করোনা মামলায় বৃহস্পতিবার ফের নতুন করে বৃদ্ধি হয়েছে আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘন্টায় করণায় ৩ হাজার ২৭৫ নতুন মামলা সামনে এসেছে। এটি বুধবারের তুলনায় ২.২ শতাংশ বেশি। আপাতত দেশে ২০ হাজারের কাছাকাছি অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা রয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৫ জন লোকের কারণে মারা গিয়েছেন।
এখনও পর্যন্ত দেশে করোনার কারণে ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জন লোকের মৃত্যু হয়ে গিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেব অনুযায়ী বুধবার সবচেয়ে বেশি দিল্লিতে ১ হাজার ৩৫৪ জন, হরিয়ানাতে ৫৭১ জন, কেরলে ৩৮৬ জন, উত্তরপ্রদেশে ১৯৮ জন, মহারাষ্ট্রে ১৮৮ জন, করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে। মোট ৮২.৩ শতাংশ। ৫ রাজ্যেই সামনে এসেছে করোনার নতুন আক্রান্তের মামলা। এর মধ্যে শুধু দিল্লির অংশিদারীত্বই ৪১.৩৪ শতাংশ।
আপাতত ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ৯৮.৭৪% রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১০ জন করোনাকে হারিয়ে দিয়েছে। আপাতত দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭১৯। এই সংখ্যা আগের দিনের তুলনায় ২১০ জন বেশি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেব অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ১৮৯ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে ১৩ লক্ষ ৯৮ হাজার এর বেশি কোভিড টিকা গত ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে। প্রায় ৩ লক্ষ ২৭ হাজারের বেশি টেস্ট করা হয়েছে।