Advertisement

Covid Updates : বাংলার দৈনিক সংক্রমণ ক্রমশ নিম্নমুখী, আরও কমলো মৃত্যু

রাজ্য স্বাস্থ্য় দফতরের দেওয়া রবিবারের বুলেটিন অনুযায়ী বাংলার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৮৩৬ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। ফলে বঙ্গে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ হাজার ৬১২।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2021,
  • अपडेटेड 10:03 PM IST
  • বাংলায় আক্রান্ত আরও ১,৮৩৬ জন
  • মৃত্যু আরও ২৯ জনের
  • সুস্থ হলেন আরও ২,০২২ জন

আবারও কমল রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য় দফতরের দেওয়া রবিবারের বুলেটিন অনুযায়ী বাংলার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৮৩৬ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। ফলে বঙ্গে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ হাজার ৬১২।

এদিকে রাজ্য সরকারের বুলেটিন বলছে শেষ ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ২,০২২ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৫৫ হাজার ৪৫৩। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ হাজার ৮৮৪ জন।  

রবিবারের বুলেটিন বলছে, এদিন রাজ্যে ৫৫,০১২টি নমুনা সংগ্রহ হয়েছে। বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট হল ৩.৩৪ শতাংশ। অন্যদিকে এদিন রাজ্যে মোট ২ লক্ষ ৯৫ হাজার ৮০১টি ভ্যাকসিনের (Vaccine) ডোজ দেওয়া হয়েছে। তারমধ্যে ২ লক্ষ ১৫ হাজার ২৪২টি প্রথম ডোজ এবং ৮০ হাজার ৫৫৯টি দ্বিতীয় ডোজ। 

প্রসঙ্গত, করোনাকে রুখতে দেশে চলছে টিকাকরণ। এই মাঝেই প্রকাশ্যে এল টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) সংক্রান্ত বড় খবর। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনের ট্রায়াল পর্ব প্রায় শেষ। আগামী কয়েকমাসের মধ্যে এটা শিশুদের ওপর প্রয়োগও শুরু হতে পারে। কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক এন কে অরোরা এই কথা জানিয়েছেন। তিনি বলেন, জাইডাস ক্যাডিলার ট্রায়াল প্রায় শেষ। জুলাইয়ের শেষে বা অগাস্টেই ১২-১৮ বছরের মধ্যে যাদের বয়স তাদের এই ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে। প্রসঙ্গত বর্তমানে দেশে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণের কাজ চলছে। কারণ তৃতীয় ঢেউয়ের আগেই দেশে যতটা সম্ভব বেশি মানুষকে টিকা দেওয়ার চেষ্টা করছে সরকার। সেক্ষেত্রে জাইডাস ক্যাডিলা প্রয়োগের ছাড়পত্র পাওয়া গেলে টিকাকরণের কাজে আরও খানিকটা এগিয়ে যাবে দেশ। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement