Covid 19 : আগামী সপ্তাহ থেকে স্পুটনিক ভি, প্রথমে পাবে বেসরকারি ক্ষেত্রগুলি
আবারও দেশে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১৩৬ জনের।
আগামী সপ্তাহ থেকে স্পুটনিক ভি পাবেন দেশের সাধারণ মানুষ। প্রথমে পাবে বেসরকারি ক্ষেত্রগুলি।
দিল্লিতে টিকাকরণে সরলীকরণ। এখন থেকে আর ৪৫-এর বেশি বয়সীদের অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। সরাসরি ভ্যাকসিনেশান কেন্দ্রে গিয়েই নাম নথিভুক্ত করে টিকা নিতে পারবেন তাঁরা।
দেশে অক্সিজেনের অভাবে মৃত্যু জারি। গোয়া মেডিক্যাল কলেজে ৪ দিনে ৭৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
ভারতে চলছে টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত ১৭ কোটি, ৯২ লক্ষ, ৯৮ হাজার ৫৮৪টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২,৫৮২ জন। মৃত্যু হয়েছে ৮৫০ জনের। পাশাপাশি এই একই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫৪ হাজার ৫৩৫ জন।
রাজধানী দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৪৮৯ জন। মৃত্যু হয়েছে আরও ৩০৮ জনের। তবে রাজধানীতে সংক্রমণ কমে ১৪.২৪ শতাংশ হয়ে গিয়েছে।
আবারও দেশে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১৩৬ জনের।