Advertisement

Corona Updates : ভয়াবহ করোনা ! গুজরাতের গ্রামে ১৫ দিনে ৫০-র বেশি মৃত্যু

দেশের করোনা (Corona) পরিস্থিতি অত্যন্ত খারাপ। বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ঘুম কেড়েছে পশ্চিমবঙ্গের অবস্থাও। এছাড়াও রয়েছে ভ্যাকসিন (Vaccine) ও অক্সিজেনের (Oxygen) আকালের অভিযোগ। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় রোজই অক্সিজেনের অভাবের মৃত্যুর অভিযোগ উঠছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি/কলকাতা,
  • 13 May 2021,
  • अपडेटेड 5:39 PM IST
  • করোনার দাপট দেশব্যাপী জারি
  • লাফিয়ে বাড়ছে মৃত্যু
  • কোভিড ১৯-এর যাবতীয় আপডেট এখানে
  • গুজরাতের আহমেদাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরে চরোদা গ্রামে ভয়াবহ আকার ধারন করেছে করোনা। ১৫ দিনের ৫০-র বেশি মানুষের মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্তরে করা হয়েছে লকডাউন।
  • মহারাষ্ট্রে বাড়ল লকডাউনের মেয়াদ। পয়লা জুন সকাল ৭টা পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
  • করোনার বিরুদ্ধে লড়াইতে বড় পদক্ষেপ। এবার ২ থেকে ১৮ বছরের মধ্যে কোভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল ডিজিসিআই। 
  • গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৪০৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১। অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪,১২৬ জনের, মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ৪,২০৫। 
  • পশ্চিমবঙ্গে শেষ বুলেটিন অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০,৩৭৭ জন। মৃত্যু হয়েছে আরও ১৩৫ জনের। 
  • রাজধানী দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন আরও ১৩,২৮৭ জন। মারা গিয়েছেন আরও ৩০০ জন মানুষ। 
  • গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৬,৭৮১ জন। মৃত্যু হয়েছে আরও ৮১৬ জনের। এই সময়ের মধ্যে শুধুমাত্র মুম্বইতেই আক্রান্ত হয়েছেন আরও ২,১১৬ জন। মৃত্যু ঘটেছে আরও ৬৬ জনের।  

দেশের করোনা (Corona) পরিস্থিতি অত্যন্ত খারাপ। বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ঘুম কেড়েছে পশ্চিমবঙ্গের অবস্থাও। এছাড়াও রয়েছে ভ্যাকসিন (Vaccine) ও অক্সিজেনের (Oxygen) আকালের অভিযোগ। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় রোজই অক্সিজেনের অভাবের মৃত্যুর অভিযোগ উঠছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement