Advertisement

Corona : করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের

দেশে ফের বাড়ছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে বিধি-নিষেধ শিথিল করার বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র সরকার।

করোনা নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 14 Jul 2021,
  • अपडेटेड 4:57 PM IST
  • দেশে ফের বাড়ছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা
  • এই পরিস্থিতিতে বিধি-নিষেধ শিথিল করার বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র সরকার
  • আজ এই মর্মে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা

দেশে ফের বাড়ছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে বিধি-নিষেধ শিথিল করার বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র সরকার। আজ এই মর্মে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। 

চিঠি এসে পৌঁছেছে নবান্নেও। অজয় ভাল্লা চিঠিতে লিখেছেন, দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিধি-নিষেধ শিথিল করার বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক হতে হবে। দেশের কোনও কোনও জায়গায় করোনা বিধি মানা হচ্ছে না। সেই ছবি সামনে এসেছে। তা নিয়ে সতর্ক হতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। বিশেষ করে বাস, শপিং মল, বাজারে ভিড় হচ্ছে। ফলে সংক্রমণ বাড়ছে। 

করোনা নিয়ে কেন্দ্রের পাঠানো চিঠি

তারপরই কেন্দ্রের সতর্কবার্তা, যে জায়গাগুলিতে করোনা বিধি মানা হচ্ছে না, সেগুলিকে চিহ্নিত করতে হবে। তারপর যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সাথে হটস্পটগুলিকে  চিহ্নিত করে কন্টেনমেন্ট জোনগুলোতে বিধিনিষেধ আরোপের পরামর্শও দেওয়া হয়েছে চিঠিতে।  

আরও পড়ুন : VIDEO: অবশেষে মালদায় পুলিশের জালে 'চিলি গ্যাং'

রাজ্যগুলিকে অজয় ভাল্লা আরও জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ এখনও যায়নি। তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তাই টিকাকরণ এবং করোনার নমুনা পরীক্ষায় জোর দিতে হবে। করোনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে রাজ্যগুলিকে। 

প্রসঙ্গত, আজ কেন্দ্র সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৭৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল যে সংখ্যাটা নেমেছিল ৩১ হাজারে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement