Advertisement

Corona Update : দৈনিক COVID আক্রান্তে দেশের প্রথম ৫ রাজ্যের মধ্যে বাংলা

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে সেই অনুযায়ী, বর্তমানে দৈনিক আক্রান্তের বিচারে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরালা। গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৩১২ জন। এছাড়াও মহারাষ্ট্রে ১,১৯৩, তামিলনাড়ুতে ৯৬২, পশ্চিমবঙ্গে ৯১৯ এবং মিজোরামে ৫২৬ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Nov 2021,
  • अपडेटेड 3:59 PM IST
  • দৈনিক আক্রান্তে দেশের মধ্যে প্রথম কেরালা
  • দৈনিক আক্রান্তে ৪ নম্বরে বাংলা
  • গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪৬১ জনের

বর্তমানে করোনায় দৈনিক আক্রান্তের বিচারে দেশের প্রথম ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে সেই অনুযায়ী, বর্তমানে দৈনিক আক্রান্তের বিচারে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরালা। গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৩১২ জন। এছাড়াও মহারাষ্ট্রে ১,১৯৩, তামিলনাড়ুতে ৯৬২, পশ্চিমবঙ্গে ৯১৯ এবং মিজোরামে ৫২৬ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

দেশের করোনা চিত্র

এদিনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ১২,৮৮৫ জন। এর ফলে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৩,২১,০২৫ জন। উপরোক্ত ৫টি রাজ্যেই দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগীর মোচ ৮৪.৬৯ শতাংশ রয়েছেন।

দেশের করোনা চিত্র

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৬১ জনের। তারমধ্যে শুধুমাত্র কেরালাতেই মৃত্যু হয়েছে ৩৬২ জনের। এছাড়া মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৯,৬৫২ জন। অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,০৫৪ জন। যার জেরে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৩,৩৭,১২,৭৯৪ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২,৬৩০ থেকে কমে ১,৪৮,৫৭৯ জনে দাঁড়িয়েছে।

দেশের করোনা চিত্র

এবার আসা যাক টিকাকরণের কথায়। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০,৯০,৯২০ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ফলে এখনও পর্যন্ত সারা দেশে টিকাকরণের ডোজের সংখ্যা বেড়ে হল ১,০৭,৬৩,১৪,৪৪০। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement