Advertisement

ফিরল করোনার দাপট! মহারাষ্ট্রে পরিস্থিতি ভয়াবহ, চিন্তা বাংলাতেও

মহারাষ্ট্র উদ্বেগ বাড়াচ্ছে। ২০২১ সালে একদিনে সেখানে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে বুধবার। আক্রান্ত হয়েছেন ২৩, ১৭৯। দেশের ৬০ শতাংশ করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ওই রাজ্য থেকে।

বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ (প্রতীকি ছবি)
মিলন শর্মা
  • নতুন দিল্লি,
  • 17 Mar 2021,
  • अपडेटेड 9:18 PM IST
  • দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার
  • করোনাভাইরাসের সংক্রণের ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাংবাদিক বৈঠক করে
  • তবে অ্যাক্টিভ কেস এখন ২ শতাংশ রয়েছে

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। করোনাভাইরাসের সংক্রণের ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাংবাদিক বৈঠক করে। জানানো হয়েছে, বেশ কয়েকটি রাজ্যে করোনার হার ফের বাড়ছে। তবে অ্যাক্টিভ কেস এখন ২ শতাংশ রয়েছে।

মহারাষ্ট্র উদ্বেগ বাড়াচ্ছে। ২০২১ সালে একদিনে সেখানে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে বুধবার। আক্রান্ত হয়েছেন ২৩, ১৭৯। দেশের ৬০ শতাংশ করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ওই রাজ্য থেকে। এদিকে, করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে বাংলাতেও। এদিন সেখানে ৩০৩ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১ জনের। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫। মৃতের সংখ্য়া ২।

মন্ত্রক জানিয়েছে, আর মৃত্যুহার ২ শতাংশের কম রয়েছে। সংক্রমণের হার ৫ শতাংশের কম রয়েছে। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে একদিনে ৯৬ হাজার কেস পাওয়া গিয়েছিল। একদিনে সবথেকে কম করোনা আক্রান্ত পাওয়া গিয়েছিল ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি। তেলেঙ্গানা সবথেকে বেশি করোনা টিকা নষ্ট করছে।

তারপর থেকে বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। এমনই পরিসংখ্যান লক্ষ করা গিয়েছে।

গত দুসপ্তাহে করোনার কেস ৪৭ শতাংশ বেড়ে গিয়েছে। আর মৃত্যুহার বেড়েছে ৩৭ শতাংশ। ১৬ রাজ্যের ৭০ জেলায় গত ১৫ দিনে ১৫০ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। অন্যদিকে, ১৭টি রাজ্যের ৫৫টি জেলায় নতুন কেস ১০০ শতাংশ বেড়েছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement