Advertisement

Covid Number Raised In Country: প্রথম পাঁচে বাংলা, দেশে একদিনে COVID কেস ১৭ হাজার পার

Covid Number Raised In Country: প্রথম পাঁচে বাংলা, দেশে একদিনে COVID কেস ১৭ হাজার পার। সতর্ক স্বাস্থ্য মন্ত্রক।

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 10:30 AM IST
  • করোনায় দেশে প্রথম পাঁচে বাংলা
  • COVID কেস ১৭ হাজার পার
  • দেশে একদিনে করোনা আক্রান্ত লাফিয়ে বাড়ল

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনার সংখ্যা ১৭ হাজার এর বেশি হয়ে গিয়েছে। যেখানে ২৩ জন রোগীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত কিছুদিন থেকে দেশে করোনার সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭০ টি নতুন মামলা সামনে এসেছে।

যে কটি করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে, তার মধ্যে কেরল (৪০৮৩) এক নম্বরে রয়েছে। এরপরে রয়েছে মহারাষ্ট্র (৩৬৪০)। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু (২০৬৯)। এরপরে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ (১৪২৪) এবং পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক (১০৪৬) সব মিলিয়ে এই পাঁচ রাজ্যের অংশীদারিত্ব ৭২.৪২ শতাংশ। যার মধ্যে আবার ২৩.৯২ শুধু কেরলেই।

কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় আরও নতুন ২৩ জনের মৃত্যু হয়ে গিয়েছে। দেশে এখনও পর্যন্ত কোভিডের কারণে পাঁচ লাখের বেশি লোকের মৃত্যু হয়ে গিয়েছে। ভারতের রিকভারি রেট এখন ৯৮.৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যার পরে গোটা দেশে সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ৯০৬ হয়ে গিয়েছে।

দেশে করোনায় ১.০৭ লাখ অ্যাকটিভ কেস

দেশের করোনায় নতুন রোগীর সংখ্যা পাওয়ার পরে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে একলাখ পার হয়ে গিয়েছে। দেশে আপাতত করোনা ১ লাখ ৭ হাজার ১৮৯ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় একটিভ কেস ২ হাজার ৬৩৪টি বেড়েছে। ১১ লাখ ৬৭ হাজার ৫০৩ টি টিকা দেওয়া হয়েছে।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement