Advertisement

CORONA: বেড, অ্যাম্বুলেন্স আছে? রাজ্যগুলিকে ড্যাশবোর্ড তৈরির নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য সরকারকে ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সংশ্লিষ্ট রাজ্যের হাসপাতালের তালিকা, সেখানে কতগুলি বেড, অ্যাম্বুলেন্স রয়েছে এই সব তথ্য থাকবে।

Dashboard
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Apr 2021,
  • अपडेटेड 5:30 PM IST
  • কোভিড মোকাবিলায় কড়া পদক্ষেপ কেন্দ্রের
  • রাজ্যগুলিকে ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দিল কেন্দ্র
  • সেই ড্যাশবোর্ডে থাকবে তহাসপাতাল সংক্রান্ত সব তথ্য

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। কোনও কোনও হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য সরকারকে ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সংশ্লিষ্ট রাজ্যের হাসপাতালের তালিকা, বেড, অ্যাম্বুলেন্স রয়েছে এই সব তথ্য থাকবে। এই ড্যাশবোর্ডে তথ্য নথিভুক্ত করতে পারবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও জেলার হাসপাতাল বিভাগগুলিও। আজকের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, রাজ্যগুলিকে তাদের হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য সুবিধা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

হাসপাতালে অক্সিজেন মজুত আছে কিনা, কত বেড আছে-এসব তথ্য থাকবে ড্যাশবোর্ডে

আজ কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, দেশের আট রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। সেগুলি হল উত্তরপ্রদেশ, কর্ণাটক, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাত ও তামিলনাড়ু। এই রাজ্যগুলিতে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখের উপর। যাঁদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিচ্ছে তাঁদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। 

এই নিয়ে এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, 'হাসপাতালগুলির সাহায্য নিয়ে আমদের করোনায় আক্রান্তের সংখ্যা কমাতে হবে। অক্সিজেনের ব্যবহারও যথাযথ করতে হবে। কারণ, অক্সিজেন নিয়ে মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement