Advertisement

হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩ গুণ বাড়ে, COVID সারার পরে ২ সপ্তাহ সাবধান : রিপোর্ট

মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটে (The Lancet ) প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, করোনার পর প্রথম ২ সপ্তাহের মধ্যে ৩ গুণ বেড়ে যায় হার্ট অ্যাটাক (Heart Attack) বা স্ট্রোকের (Stroke) আশঙ্কা। ল্যানসেটের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গতবছর সুইডেনে পয়লা ফেব্রুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮৬,৭৪২ জন করোনা রোগী এবং ৩,৪৮,৪৮১ জন সাধারণ মানুষের অ্যাকুইট মায়োকার্ডিনাল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ঝুঁকির তুলনামূলক পর্যালোচনার ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Aug 2021,
  • अपडेटेड 10:54 AM IST
  • করোনার পরে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি
  • বেড়ে যায় স্ট্রোকের আশঙ্কাও
  • দ্য ল্যানসেটের রিপোর্টে প্রকাশ

মারণ খেলা চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাস। কোনও কোনও দেশে খুব তাড়াতাড়িই করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরই মাঝে সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট। প্রখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটে (The Lancet ) প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, করোনার পর প্রথম ২ সপ্তাহের মধ্যে ৩ গুণ বেড়ে যায় হার্ট অ্যাটাক (Heart Attack) বা স্ট্রোকের (Stroke) আশঙ্কা। ল্যানসেটের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গতবছর সুইডেনে পয়লা ফেব্রুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮৬,৭৪২ জন করোনা রোগী এবং ৩,৪৮,৪৮১ জন সাধারণ মানুষের অ্যাকুইট মায়োকার্ডিনাল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ঝুঁকির তুলনামূলক পর্যালোচনার ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। 

কী মিলেছে গবেষণায়?

সুউডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ে (Umea University) কর্মরত তথা এই গবেষণার সহযোগী সদস্য ওসভালডো ফনসেকা রদ্রিগেজ বলেন, করোনা থেকে সেরে ওঠার পর প্রথম ২ সপ্তাহে অ্যাকুইট মায়োকার্ডিনাল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় ৩ গুণ পর্যন্ত বেশিমাত্রায় পাওয়া গিয়েছে। এক্ষেত্রে বয়স, লিঙ্গ, আর্থ সামাজিক পরিস্থিতি সমস্ত কিছু বিচার করলেও, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি একইরকম পাওয়া গিয়েছে বলেই জানাচ্ছেন গবেষকরা। 

প্রতীকী ছবি

উমিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তথা গবেষণার আরও এক সদস্য ইয়োনিস ক্যাটসোলারিস জানান, গবেষণাকালে দেখা গিয়েছে করোনা রোগীদের চিকিৎসায় হৃদযন্ত্র সংক্রান্ত জটিলটা একটি বড় বিষয়। একইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইতে, বিশেষত হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে এমন বয়স্কদের ক্ষেত্রে টিকাকরণ কতটা প্রয়োজন তাও উঠে এসেছে এই গবেষণায়। 

গবেষণার পদ্ধতি

গবেষকরা মূলত ২টি সাঙ্কেতিক বিধি ব্যবহার করেছিলেন বলে জানা যাচ্ছে। সেগুলি হল, দ্য ম্যাচড কোড স্টাডি এবং সেল্ফ কন্ট্রোল্ড কেস সিরিজ। এই দুটি পদ্ধতিতেই দেখা গিয়েছে করোনার ফলে অ্যাকিউট মায়োকার্ডিনাল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকির থাকছে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement