Advertisement

দেশে অক্সিজেনের আকাল, কলকাতায় ব্যবসায়ীর দোকানে ৩৫টি সিলিন্ডার

দেশজুড়ে তৈরি হওয়া অক্সিজেন সংকটের জেরে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে যখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তখন ভবানীপুরের এই দোকানে একসঙ্গে এতগুলো অক্সিজেন সিলিন্ডার কী জন্য মজুদ করে রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয় ওই ব্যবসায়ীর কাছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের প্রশ্নের মুখে কোনও যুক্তিগ্রাহ্য জবাব দিতে পারেননি ওই ব্যবসায়ী।

বেআইনি ভাবে মজুদ রাখা অক্সিজেন সিলিন্ডার
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 25 Apr 2021,
  • अपडेटेड 8:56 PM IST
  • কলকাতার একটি দোকনে হানা ইবির
  • বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখার অভিযোগ
  • ব্যবসায়ীকে নোটিশ পুলিশের

অক্সিজেনের (Oxygen) অভাবে যখন প্রত্যেকদিন দেশের বিভিন্ন রাজ্যে বহু রোগীর মৃত্যু হচ্ছে, ঠিক সেই সময়ই কলকাতার (Kolkata) একটি দোকানে বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভবানীপুরের ৯-এ হেশাম রোডে সাইরাম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের একটি দল। অভিযানে সাইরাম এন্টারপ্রাইজ থেকে মোট ৩৫টি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। 

দেশজুড়ে তৈরি হওয়া অক্সিজেন সংকটের জেরে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে যখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তখন ভবানীপুরের এই দোকানে একসঙ্গে এতগুলো অক্সিজেন সিলিন্ডার কী জন্য মজুদ করে রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয় ওই ব্যবসায়ীর কাছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের প্রশ্নের মুখে কোনও যুক্তিগ্রাহ্য জবাব দিতে পারেননি ওই ব্যবসায়ী। পুলিশকে ওই ব্যবসায়ী জানান, তাঁর নিজস্ব গ্রাহকদের জন্যই ওই সিলিন্ডার গুলি রাখা হয়েছে। পুলিশের তরফে পাল্টা প্রশ্ন করা হয়, হাসপাতাল, নার্সিংহোম সহ দেশের বহু দোকানে যখন অক্সিজেন সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না, তখন এখানে অকারণে এতগুলো সিলিন্ডার মজুত করে রাখা কি পরোক্ষে সঙ্কট তৈরি করার সামিল নয়? এছাড়াও ওই ব্যবসায়ী কত টাকায় সিলিন্ডার ক্রয় - বিক্রয় করছেন তা খতিয়ে দেখার জন্য তাঁর দৈনিক বিল বই দেখতে চান ইবির আধিকারিকরা। 

জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ওই দোকানে রাখা অতিরিক্ত অক্সিজেন বাজেয়াপ্ত করেন এনফর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাশাপাশি ওই ব্যবসায়ীকে নোটিশ দিয়ে এই বিষয়ে তাঁর আইনি ব্যখ্যাও তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, সন্তোষজনক উত্তর না পেলে আইনি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement