Advertisement

CORONA: সংক্রমিত ৬০,৭৫৩, দৈনিক আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০, ৭৫৩ জন। মৃত্যু হয়েছে ১৬৪৭ জনের।

ভারতে করোনা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Jun 2021,
  • अपडेटेड 10:44 AM IST
  • ভারতে ,গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৬০,৭৫৩
  • দৈনিক আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০, ৭৫৩ জন। মৃত্যু হয়েছে ১৬৪৭ জনের। দেশে করোনা ভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যাও গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। টানা পাঁচদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৭০ হাজারের নিচেই রয়েছে। 

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ০১৯। এই সংখ্যাটি গত ৭৪ দিনে সর্বনিম্ন। 

ভারতে করোনা

গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৭ হাজারেরও বেশই জন। এই নিয়ে দেশে মোট করোনালমুক্ত হলেন ২, ৮৬ লক্ষেরও বেশি জন। এখন করোনামুক্তের হার ৯৬.১৬ শতাংশ। 

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ রাজ্যে বেশি। তারমধ্যে শীর্ষে রয়েছে কেরল। সেই রাজ্যগুলি হল, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।

করোনা

প্রায় আড়াই প্রায় পর দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত। এতদিন পর্যন্ত শীর্ষে ছিল ব্রাজিল। সেদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন, ৭৪ হাজার ৪২ জন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement