Advertisement

টাকা নিয়ে ভুয়ো করোনার রিপোর্ট! শিলিগুড়িতে গ্রেফতার যুবক

বাড়িতে বসে মাত্র কিছু টাকা বেশি খরচ করলেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যান ল্যাবের কর্মীরা। ঠিক একইভাবে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বিশাল দত্ত নামে এক যুবক করোনা পরীক্ষার জন্য শহরের বাড়ি বাড়ি ঘুরে নমুনা সংগ্রহ করত এবং পরীক্ষার পর রিপোর্ট বাড়িতে পৌঁছে দিত। আর তার দেওয়া রিপোর্টকেই বিশ্বাস করতেন সাধারণ মানুষজন। 

অভিযুক্ত যুবক
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 09 Jun 2021,
  • अपडेटेड 8:29 AM IST
  • ভুয়ো করোনা রিপোর্ট তৈরির অভিযোগ
  • শিলিগুড়িতে গ্রেফতার ১ যুবক
  • শহরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

টাকা নিয়ে করোনা (Corona) পরীক্ষার ভুয়ো রিপোর্ট দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির (Siliguri) সেবক রোড এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি আউট পোস্টের পুলিশ। ধৃত যুবকের নাম বিশাল দত্ত। সে মাটিগাড়া এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি করোনা পরীক্ষার নমুনা ও ভুয়ো রিপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বাড়িতে বসে মাত্র কিছু টাকা বেশি খরচ করলেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যান ল্যাবের কর্মীরা। ঠিক একইভাবে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বিশাল দত্ত নামে এক যুবক করোনা পরীক্ষার জন্য শহরের বাড়ি বাড়ি ঘুরে নমুনা সংগ্রহ করত এবং পরীক্ষার পর রিপোর্ট বাড়িতে পৌঁছে দিত। আর তার দেওয়া রিপোর্টকেই বিশ্বাস করতেন সাধারণ মানুষজন। 

একইভাবে গত দুদিন আগে শিলিগুড়ির পাঞ্জাবি পাড়া এলাকার বাসিন্দা শিবা জৈন তাঁর বাবার করোনা পরীক্ষার জন্য ওই যুবককে ফোন করলে সে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এরপরই শিবা রিপোর্টের জন্য মাটিগাড়া এলাকায় ওই সংশ্লিট ল্যাবে যান। সেখানে তাঁর নমুনা সংগ্রহের স্লিপের বারকোড দিতেই বেরিয়ে আসে অন্য রোগীর রিপোর্ট। এতেই সন্দেহ দাঁনা বাধে মাটিগাড়া এলাকার ওই ল্যাবের কর্মীদের। এরপর মঙ্গলবার রাতে ওই যুবককে ল্যাবের কর্মীরা এবং অভিযোগকারীরা সেবক রোডে ধরে ফেলেন এবং পানিট্যাঙ্কি আউটপোস্ট থানার পুলিশের হাতে তুলে দেন। 

জানা গিয়েছে মাটিগাড়ার খাপরাইল মোড়ের একটি ল্যাবে কাজ করত ওই যুবক। কিন্তু গত এপ্রিল মাসে তাকে কাজ থেকে বের করে দেয় ওই ল্যাব কর্তৃপক্ষ। অভিযুক্ত যুবক ল্যাবে পরীক্ষা করাতে আসা বিভিন্ন এলাকার রোগীদের তথ্য সংগ্রহ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করতো এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে তাদের ভুয়ো রিপোর্ট দিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement