দেশজুড়ে অক্সিজেনের (Oxygen) আকাল। অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু মানুষের। অন্যদিকে আবার অক্সিজেনের সঙ্কট পূরণে তৎপর সরকারও। ইতিমধ্যেই অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালানো এবং বায়ুসেনার তরফে অক্সিজেন ট্যাঙ্কার এয়ারলিফ্ট করা হয়েছে। এবার দেশের প্রতিটি জেলা সদরে সরকারি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির ভাবনা কেন্দ্রের। পিএম কেয়ার ফান্ড (P M Care Fund) থেকে ৫৫১টি হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট হবে বলে জানা যাচ্ছে।
এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে জানিয়েছেন, খুব শীঘ্রই এই কাজ করা হবে। এর ফলে জেলার হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা পূরণ হবে। অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য পিএম কেয়ার ফান্ড থেকে অর্থ বরাদ্দের অনুমতি পাওয়া গিয়েছে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী প্রতিটি রাজ্যের জেলায় জেলায় এই প্ল্যান্ট তৈরি করা হবে। এই প্রকল্পের ক্রয় প্রক্রিয়াটি দেখছে স্বাস্থ্য এবং পরিবারকল্যাণমন্ত্রক।
এই ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির মূল উদ্দেশ্যই হল জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করা এবং প্রত্যেক হাসপাতালে অক্সিজেন তৈরির ব্যবস্থা রাখা। এর ফলে জেলার হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে এবং হঠাৎ চাহিদা বেড়ে গেলে তা পূরণ করা বিষয়টিও সুনিশ্চিত হবে। আর এতে শুধু করোনা নয়, অন্যান্য রোগীদেরও সুবিধা হবে।