Advertisement

কীভাবে করোনা চ্যালেঞ্জের মোকাবিলা করেছে দেশ? ব্লগে লিখলেন মোদী

বিগত প্রায় ২ বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি করোনা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। এবার এই বিষয়ে একটি ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাতে তিনি লিখেছেন, কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি মিলেমিশে কোভিডের মোকাবিলা করেছে।

নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Jun 2021,
  • अपडेटेड 3:58 PM IST
  • কোভিড চ্যালেঞ্জের মুখোমুখি দেশ
  • কেন্দ্র ও রাজ্য সরকারগুলি একসঙ্গে লড়াই চালাচ্ছে
  • এই নিয়ে ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী

করোনা (Corona) ভাইরাসের সঙ্গে মোকাবিলা করছে দেশ। বিগত প্রায় ২ বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি করোনা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। এবার এই বিষয়ে একটি ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাতে তিনি লিখেছেন, কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি মিলেমিশে কোভিডের মোকাবিলা করেছে। প্রধানমন্ত্রী বলেন,'২০২০-২১ সালে যখন বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হয়েছিল, সেই সময় ভারতের রাজ্যগুলি অনেকটাই বেশি ঋণ নিতে সক্ষম হয়েছিল। আপনারা জেনে আশ্চর্য হবেন, ২০২০-২১ সালে রাজ্যগুলি ১.০৬ লক্ষ কোটি টাকা অতিরিক্ত ঋণ নিতে সক্ষম হয়েছিল।' 

নরেন্দ্র মোদী বলেন, কোভিড ১৯ (Covid 19) বিশ্বব্যাপী সরকার ও নীতি নির্ধারকদের সামনে কঠিন চ্যালেঞ্জ এনে দিয়েছে। ভারতও তার থেকে ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে অর্থনীতির স্থিতিশীলতা সুনিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের জন্য অর্থ জোগার করাই ছিল সবচেয়ে বড় বিষয়। তিনি আরও বলেন, কোভিড অতিমারীর সঙ্গে মোকাবিলার জন্য যখন পদক্ষেপ করা হচ্ছিল, তখন এটা সুনিশ্চিত করার চেষ্টা হয়েছিল যে সমাধানটা যেন ছোট বড় সকলের জন্য সমান না হয়।  ভারতের মতো একটি দেশে, যেখানে সংস্কারগুলি রাজ্য সরকারগুলিকেও উৎসাহিত করবে তেমন নীতিগত সমাধান পাওয়া চ্যালেঞ্জিং ছিল। 

মোদী বলেন, '২০২০ সালের মে মাসে আত্মনির্ভর ভারত প্যাকেজের মধ্যে দিয়ে ভারত সরকার ঘোষণা করেছিল যে রাজ্য সরকারগুলিকে ২০২০-২১ সালে অতিরিক্ত ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে ডিজিপির অতিরিক্তি ২ শতাংশ ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়, তারমধ্যে ১ শতাংশ এই শর্তে যে রাজ্যগুলি নতুন কিছু আর্থিক সংস্কার করবে। সংস্কারের জন্য এই ধরণের প্রেরণা ভারতের পাবলিক ফিনান্সে এর আগে কখনও দেখা যায়নি।' 

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement