Advertisement

ভ্যাকসিন না মেলার অভিযোগ, বিক্ষোভ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে

বেশ কয়েকঘণ্টা করে লাইনে দাঁড়ানোর পরেও মিলছে না ভ্যাকসিন, এমনটাই অভিযোগ বয়স্ক নাগরিকদের। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা গিরিশচন্দ্র বেরা বলেন, 'এই মুহুর্তে জেলায় পর্যাপ্ত পরিমান টিকা নেই। তাই প্রথম ডোজ বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। নতুন করে টিকা এলে আবার দেওয়া শুরু হবে।'

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 16 Apr 2021,
  • अपडेटेड 10:39 PM IST
  • লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
  • প্রতিবাদে আলিপুরদুয়ারে বিক্ষোভ
  • ভ্যাকসিন অপর্যাপ্ত, জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা (Corona Vaccine) না পাওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ সাধারণ মানুষের। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার জেলা হাসপাতালের (Alipurduar District Hospital) কোভিড ১৯ ভ্যাকসিন পয়েন্টে । বেশ কয়েকঘণ্টা করে লাইনে দাঁড়ানোর পরেও মিলছে না ভ্যাকসিন, এমনটাই অভিযোগ বয়স্ক নাগরিকদের। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা গিরিশচন্দ্র বেরা বলেন, 'এই মুহুর্তে জেলায় পর্যাপ্ত পরিমান টিকা নেই। তাই প্রথম ডোজ বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। নতুন করে টিকা এলে আবার দেওয়া শুরু হবে।'

১০ তারিখ নির্বাচন ছিল আলিপুরদুয়ারে। নির্বাচন শেষ হতেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। গত এক সপ্তাহে জেলায় ২৮ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ফের সংক্রমণ বাড়তে শুরু করায় জেলাজুড়ে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সেই কারনেই জেলায় করোনা টিকা নেবার হিড়িক পড়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই জেলা হাসপাতালে প্রচুর মানুষ করোনার টিকা নিতে ভিড় করছেন। কিন্তু অভিযোগ ৩ - ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাউন্টারে পৌঁছনোর পর স্বাস্থ্যকর্মীরা বলছেন আর ভ্যাকসিন দেওয়া যাবে না। 

এই প্রসঙ্গে ৬৫ বছরের মণিবালা দাস জানাচ্ছেন, 'বাড়ি থেকে সকাল বেলায় এসেছি। দশটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর দুপুর দুটোর সময় জানিয়েছে আমাদের টিকা দেওয়া হবে না।' বছর ৭০-এর দিলীপ পাল বলেন, 'তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জানতে পারি আমাদের টিকা দেওয়া হবে না।' এক্ষেত্রে অভিযোগ, স্বাস্থ্য দফতর থেকে নির্দিষ্ট কোন নির্দেশিকা দেওয়া হয়নি জনসাধারণের জন্য। যার জেরে বিভ্রান্ত হতে হচ্ছে মানুষকে। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যদিও পর্যাপ্ত পরিমান টিকা না থাকার কারণেই প্রথম ডোজ দেওয়া যাচ্ছে না বলে জানান আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement