দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave)। লাগামহীন ভাবে বেড়ে চলেছে সংক্রমণ। একইসঙ্গে উর্ধ্বমুখী মৃত্যুর গ্রাফও। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বিবিধ পদক্ষেপ করেছে কেন্দ্র ও রাজ্য। কিন্তু এরই মধ্যে আবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে রোজই শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। উত্থানপতন হচ্ছে তাপমাত্রার পারদেরও। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই আবহাওয়ার পরিবর্তন কি করোনা সংক্রমণে কোনওরকম প্রভাব ফেলবে?
এই প্রসঙ্গে ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী জানান, 'বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তনের ফলে করোনায় কোনওরকম প্রভাব পড়বে বলে মনে হয় না। অন্তত কোভিডের যে ট্রান্সমিশন সাইকেল বা ট্রান্সমিশন ডায়নামিকস তা দেখে মনে হচ্ছে এর সঙ্গে বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্পর্ক নেই।' তবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে কোভিডের সম্পর্ক না থাকলেও এপ্রিল - মে মাসে বৃষ্টি হয়ে জল জমলে ম্যালেরিয়া বা ডেঙ্গির মতো রোগ দেখা দিতে পারে বলেই জানাচ্ছেন অমিতাভবাবু। সেক্ষেত্রে এই সমস্ত রোগের থেকে সতর্ক থাকার বার্তাই দিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই বৃষ্টিস্নাত হচ্ছে শহর কলকাতা ও বঙ্গের বিভিন্ন জেলা। আজ বৃস্পতিবার ও আগামীকাল শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ওপর থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। আর তার জেরেই এই বৃষ্টি। এর ফলে বিগত কয়েকদিনে বেশ কয়েক ডিগ্রি ওঠানামা করেছে তাপমাত্রাও।
এদিকে বাংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রাজ্য সরকারের দেওয়া শেষ বুলেটিন অনুযায়ী করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০২ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লক্ষ ১৬ হাজার ৬৩৫। পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও ১০৩ জনের। ফলে বাংলায় করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হল ১১ হাজার ৮৪৭। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ০৭৩ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা হল ৭ লক্ষ ৮২ হাজার ৯১৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৮৫.৪১ শতাংশ। পাশাপাশি বাংলায় এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৮৭২।