Advertisement

দিল্লিতে করোনা হানা বৃদ্ধি, ট্রেন-উড়ান বাতিলের সিদ্ধান্ত মহারাষ্ট্রের

মহারাষ্ট্র সরকার সূত্রের তরফে ইন্ডিয়া টুডেকে জানান হয়েছে এ বিষয়ে খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে।

প্রতীকী ছবি। ফোটো- পিটিআই সূত্রে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Nov 2020,
  • अपडेटेड 7:22 PM IST
  • রাজধানীতে ক্রমশ বেড়েই চলেছে কোভিড-১৯ সংক্রমণ
  • এই পরিস্থিতিতে দিল্লি থেকে মুম্বইয়ের ফ্লাইট বন্ধ করার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার এমনটাই সূত্রের খবর
  • রাজকধানীতে ২৮ অক্টোবর থেকেই বেড়েছে এই ভাইরাসের দাপট

রাজধানীতে ক্রমশ বেড়েই চলেছে কোভিড-১৯ সংক্রমণ। তবে মহারাষ্ট্রে এখন কিছুটা কমতির দিকে করোনা হানা। এই পরিস্থিতিতে দিল্লি থেকে মুম্বইয়ের ফ্লাইট বন্ধ করার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার এমনটাই সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানান হয়নি। তবে মহারাষ্ট্র সরকার সূত্রের তরফে ইন্ডিয়া টুডেকে জানান হয়েছে এ বিষয়ে খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে। 

আরও জানান হয় যে মহারাষ্ট্রে করোনায় রাশ টানতে এবং দিল্লিতে আচমকা এই কোভিড বৃদ্ধির পরই এই পদক্ষেপের পরিকল্পনা নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। রাজকধানীতে ২৮ অক্টোবর থেকেই বেড়েছে এই ভাইরাসের দাপট। যেখানে প্রথমবারের জন্য দৈনিক সংক্রমণ ৫ হাজারের সংখ্যা অতিক্রম করেছিল। ১১ নভেম্বর তা ১১ হাজার পেরিয়েছে।

শুক্রবার সকাল অবধি দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার জন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয় দিল্লির পাশাপাশি হরিয়ানা ও রাজস্থানে করোনা ভাইরাস পজিটিভ রোগীদের সংখ্যা বাড়ছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শীর্ষস্থানীয় আধিকারিক দল পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র এমনটাও জানান হয়।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, "ব্যাপকহকারে করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনওরকম অবহেলা না করে দ্রুত এই কাজ করতে হবে। করোনা খুঁজে পেয়ে তাকে নিয়ন্ত্রণ করা এবং চিকিৎসা দেওয়াটাই মূল লক্ষ্য।"

দেখা যাচ্ছে ছয় সপ্তাহেরও বেশি সময় পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক সুস্থতার চেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫,৮৮২ জন। ওই সময়কালে করোনা মুক্ত হয়েছেন ৪৪,৮০৭ জন। গত কয়েকদিনে যে হারে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছিল তা ব্যাহত হয়েছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪,৪৩,৭৯৪ জন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement