Advertisement

মাস্ক ছাড়াই গাড়িতে দম্পতি! পুলিশ ধরতে মহিলার চিত্‍কার, 'কিসের করোনা! স্বামীকে KISS করব'

ভিডিও-তে দেখা যাচ্ছে, রবিবার বিকেলে দিল্লির দরিয়াগঞ্জ এলাকার ঘটনা। সপ্তাহান্তের কার্ফুতে শুধুমাত্র জরুরি পরিষেবাতেই ছাড় দেওয়া হয়েছে দিল্লিতে। যাদের ই-পাস থাকবে, তারাই বাইরে বেরতে পারবে। কিন্তু এই দম্পতি কোভিড নিয়ম তো মানেইনি, উল্টে পুলিশের উপরেই চোটপাট শুরু করলেন।

ভাইলার ভিডিও
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Apr 2021,
  • अपडेटेड 1:40 PM IST
  • মহিলা চিত্‍কার করছে, ভিখারি কোথাকার।
  • পুলিশের উপরেই চোটপাট শুরু করলেন
  • ভিডিওটি ভাইরাল হয়েছে ইন্টারনেটে

কোভিড আইন না মানায় এক দম্পতির বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ওই দম্পত্তির বিরুদ্ধে অভিযোগ, সপ্তাহ শেষে কার্ফু লঙ্ঘন করেছেন তাঁরা। একটি ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, মাস্ক না পরা ও সপ্তাহ শেষের কার্ফু না মানার জন্য তাঁদের গাড়ি থামায় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে যে ব্যবহার করলেন দুজনে, তাতে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। 

ভিডিও-তে দেখা যাচ্ছে, রবিবার বিকেলে দিল্লির দরিয়াগঞ্জ এলাকার ঘটনা। সপ্তাহান্তের কার্ফুতে শুধুমাত্র জরুরি পরিষেবাতেই ছাড় দেওয়া হয়েছে দিল্লিতে। যাদের ই-পাস থাকবে, তারাই বাইরে বেরতে পারবে। কিন্তু এই দম্পতি কোভিড নিয়ম তো মানেইনি, উল্টে পুলিশের উপরেই চোটপাট শুরু করলেন।

জানা গিয়েছে, একজনের নাম পঙ্কজ দত্ত ও আভা দত্ত। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। পুলিশ রাস্তায় তাঁদের গাড়ি থামাতে বলে। দুজনের মুখেই মাস্ক নেই। পুলিশকে এরপর উল্টে ওই মহিলা বলেন, 'আপনি জানেন, কার সঙ্গে কথা বলছেন? চালান কাটো দেখি কত সাহস, আমার বাবাও পুলিশে আছে। বেশ করেছি মাস্ক পরিনি। আমি এখন স্বামীকে কিস করব।'

পুলিশকে ওই মহিলা চেঁচিয়ে বলে, করোনা ভাইরাস বলে কিছু নেই। পুলিশ হেনস্থা করছে সাধারণ মানুষকে। যখন পুলিশ চালান কাটছে, তখন ওই মহিলা চিত্‍কার করছে, 'ভিখারি কোথাকার।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement