সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে পৌঁছে গেল করোনা ভ্যাকসিন। অবশেষে প্রতিক্ষার অবসান। বাগবাজারের স্বাস্থ্যদফতরে ভ্যাকসিন স্টোরে এল কোভিশিল্ড। দুটি গাড়িতে এল ভ্যাকসিনের প্রথম ডোজ। মঙ্গলবার থেকেই জেলায় জেলায় বন্টন করা হবে করোনা ভ্যাকসিন। কনভয়ের মাধ্যমে পুলিশি নিরাপত্তার রাজ্যে এল কোভিড ভ্যাকসিন। কনভয়ে ছিলেন স্বাস্থ্য অধিকর্তারা।