করোনার ঢেউ আছড়ে পড়লে চিকিত্সা ব্যবস্থা কেমন? খতিয়ে দেখতে রাজ্যের হাসপাতালগুলিতে শুরু হল কোভিড মকড্রিল। এম আর বাঙ্গুর হাসপাতাল ঘুরে দেখলেন ডেপুটি সুপার। করোনা মোকাবিলার জন্য অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যে সকল পদ্ধতিগত জিনিসপত্র রয়েছে সেগুলো পরিদর্শন করলেন তিনি। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে যদি এ রাজ্যে সেই প্রভাব পড়ে, সে ক্ষেত্রে যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই বিষয়গুলি খতিয়ে দেখলেন তাঁরা।