করোনা কী নতুন করে থাবা বসাবে গোটা বিশ্বে? তেমনই আশঙ্কা দানা বাধছে। একজন চিনের বিশেষজ্ঞ দাবি করেছেন যে, জুনের শেষের দিকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে চিনে। করোনার একটি নতুন ভ্য়ারিয়েন্ট আসতে পারে যা সপ্তাহে সাড়ে 6 কোটি মানুষ আক্রান্ত হতে পারে। সোমবার, দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে 2023 গ্রেটার বে এরিয়া সায়েন্স ফোরামে এই দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে কোভিডের একটি ছোট ঢেউ আছড়ে পড়েছিল চিনে। কিন্তু মে মাসের শেষে তা আরও বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তারা। এর ফলে প্রতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা প্রায় চার কোটিতে পৌঁছবে এবং জুনের শেষে মহামারীতে 65 মিলিয়ন সংক্রমণের আশঙ্কা থাকছে বলে জানানো হয়েছে। XBB ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে বলে সূত্রের খবর। এই XBB মোকাবিলায় নতুন ভ্যাকসিনের দরকার পড়তে পারে বলেও অনুমান করছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন ঢেউ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। কিন্তু মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সকলেই।