লড়াইটা শুরু হয়েছে গত বছর থেকেই। বছরের শেষ দিকে একটু হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়েছে করোনা-ঝড়, অতিমারি। এই ব্যাপক অতিমারির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাদের সকলকে। তবে খানিক স্বস্তির বিষয় করোনার দ্বিতীয় ঢেউ আসার সঙ্গে সঙ্গেই বাজারে চলে এসেছে বেশ কয়েক রকমের করোনা ভ্যাকসিন। এখানেও বিপত্তি নানান শারীরিক সমস্যা নিয়ে কয়েক বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছে মানুষের মধ্যে আ্যালার্জি,হার্ট,কিডনি,সুগার অথবা প্রেসারে সমস্যা থাকলে কি নেওয়া যাবে না কোভিডের ভ্যাকসিন? Fighting COVID সিরিজে সাংবাদিক বোরিয়া মজুমদারকে জানালেন চিকিৎসক কৌশিক লাহিড়ী। 8929408282 - আপনি এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।