মকরে দক্ষিনে জাগে সাগর আর পশ্চিমে জয়দেব। সাগরে যদি স্নানই মুখ্য, অজয়ের পাড়ে জয়দেব কেঁন্দুলিতে গান। মকর মেলার প্রথম তিন দিন প্রায় দুই শতাধিক আখড়ায় চলে বাউল আর কীর্তনের আসর। বড় শখানেক আখড়ায় গান করেন হাজার দুই কীর্তন শিল্পী। আর এই আখড়া গুলির মধ্যে অন্যতম “মনের মানুষ”। কিন্তু এবার জয়দেব মেলায় যেমন বাউল কীর্তনের শখানেক আখড়া থাকছে না তেমনি থাকছে না “মনের মানুষ”। করোনা অতিমারির জন্য এবার আশ্রম বন্ধ রাখা হচ্ছে।