নিজে করোনা জয় করে অন্যদের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন সিলিন্ডার পার্লার গড়ে তুলেছেন দেশ আর দুনিয়া খ্যাত স্পোর্টস পার্সোনালিটি হুগলির শতাদ্রু দত্ত। করোনার সেকেন্ড ওয়েবে শ্বাসকষ্ট ও অক্সিজেনের অভাবে লোকের মৃত্যু মিছিল ওনাকে ভীষণভাবে ব্যথিত করেছে। সেই বেদনাকে মিটিয়ে দিতে উনি সরাসরি স্পোর্টস প্রতিভার সন্ধানে আপাতত স্থগিত রেখে মহামারী করোনা কালে লোকের জীবন বাঁচানোর চেষ্টায় মেতে উঠেছেন।